দিঘার খবর,দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৪ – kanthi 4 person died in a road accident near digha


কাঁথির মারিশদায় ভয়াবহ পথ দুর্ঘটনা। মৃত্যু হয়েছে চার জনের, আহত এক। বুধবার রাতে এই দুর্ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার মারিশদা থানার দিঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কের খড়িপুকুরয়া বাস স্টপেজের কাছে। একটি চারচাকা যাত্রীবাহী গাড়ি এবং বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় তিন বাইক আরোহী এবং ওই গাড়িতে থাকা এক মহিলা পর্যটক গুরুতর জখম হন। তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হল চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।বাইকটিতে সওয়ার তিন বন্ধুরই মৃত্যু হয়েছে। মৃতদের নাম বিশ্বজিৎ মণ্ডল(৩২), শুভঙ্কর জানা (২৮), অতনু মণ্ডল (৩০)। অন্যদিকে, গাড়িতে থাকা পর্যটক কোয়েল সিংকেও (৩৫) মৃত ঘোষণা করেন চিকিৎসক। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, গাড়ি এবং বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর জখম হন পাঁচ জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মারিশদা থানার পুলিশ। তৎপরতার সঙ্গে চালানো হয় উদ্ধারকাজ।

আহত অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতাকে নিয়ে যাওয়া হয়। সেখানে চারজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। গাড়ি চালকের হাত ভেঙেছে বলে সূত্রের খবর। মারিশদা থানার পুলিশ বাইক এবং গাড়িটিকে আটক করেছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, বাইক আরোহীদের মাথায় কোনও হেলমেট ছিল না। গাড়িটির গতিবেগ কত ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানাচ্ছে, গাড়িটির গতিবেগ বেশি ছিল কিনা সেই বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। গোটা ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত হবে। দুর্ঘটনায় মৃত তিন যুবকের বাড়ি ঘোড়াঘাটা গ্রামে। তাঁদের মৃত্যুর খবর পাওয়ার পর কান্নায় ভেঙে পড়েছেন পরিজনরা।

কয়েকমাস আগেই দিঘা থেকে ফেরার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল চার যুবকের। এর কয়েকদিনের মধ্যেই নদিয়ার এক পর্যটকের মৃত্যু হয় দুর্ঘটনায়। এর আগেও দিঘা নন্দকুমার জাতীয় সড়কে বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগ উঠেছে। পুলিশের তরফে অবশ্য জানানো হচ্ছে, রাতেও পর্যাপ্ত নজরদারি থাকে এই রাস্তায়। পাশাপাশি সচেতনভাবে গাড়ি বা বাইক চালানোর জন্য বারংবার সতর্ক করা হচ্ছে সাধারণ মানুষকে। এই নিয়ে নিয়মিত প্রচার চলে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *