এবার দুর্গাপুজোয় পাহাড়প্রেমী বাঙালির জন্য আকর্ষণীয় ব্যবস্থা হচ্ছে বাঁকুড়া জেলায়। অনেকেই বাঁকুড়ার বিহারীনাথ পাহাড়কে বাংলার আরাকুভ্যালি বলেন। অত্যন্ত জনপ্রিয় পর্যটন কেন্দ্র বিহারীনাথ পাহাড় সংলগ্ন এলাকা এবার সবুজায়নের উদ্যোগ নিল বনদপ্তর। বাঁকুড়ার অন্যতম গভীর বনাঞ্চল ও ৪৫১ মিটার অর্থাৎ ১ হাজার ৪৮০ ফুট উচ্চতার পাদদেশের গাছবিহীন অংশটিকে বনাঞ্চল হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। সবুজায়ন কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনদপ্তরের কেন্দ্রীয় চক্রের মূখ্য বনপাল এস.কুলান ডাইভাল, জেলা উত্তর বনবিভাগের ভারপ্রাপ্ত ডি.এফ.ও প্রদীপ বাউরী, শালতোড়ার রেঞ্জার দয়াল চক্রবর্ত্তী সহ পুলিশ, প্রশাসনের আধিকারিকরা। কী বললেন মধ্যচক্রের মুখ্য বনপাল, লস কুলান ডেইভাল।