Gour Banga University,ছাত্রীকে এলোপাথাড়ি কোপ, পরে আত্মহত্যার চেষ্টা যুবকের, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোরগোল – one ex student of gour banga university allegedly tried to killed an msc student


মালদায় গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে এক স্নাতকোত্তরের ছাত্রীকে এলোপাথাড়ি ছুরির কোপ। ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। ছাত্রীকে ছুরি মারার পর আত্মহত্যার চেষ্টা করেন তিনি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি তাঁরা।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্য ঢুকে স্নাতকোত্তরের ছাত্রী তনুশ্রী চক্রবর্তীকে এলোপাথাড়ি কোপানোর অভিযোগ উঠেছে প্রাক্তন ছাত্র অলোক মণ্ডলের বিরুদ্ধে। এরপর নিজের গলা কেটে ক্যাম্পাসের মধ্যেই আত্মহত্যা করার চেষ্টা করেন তিনি। আচমকা এই ঘটনায় শোরগোল পড়ে যায় ক্যাম্পাসে। আতঙ্কে চিৎকার করতে শুরু করেন অন্যান্য পড়ুয়ারা। দুই জনকেই গুরুতর আহত অবস্থায় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর দেওয়া হয় পুলিশে।

প্রাথমিক তদন্তের পর পুলিশ মনে করছে, সম্পর্কের টানাপোড়েনের জন্য এই ঘটনা। তবে তদন্তপ্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই বিষয়ে নির্দিষ্ট করে কোনও তথ্য দেওয়া সম্ভব নয় বলেই জানাচ্ছেন তদন্তকারীরা। প্রত্যক্ষদর্শীদের কথায়, ‘আচমকাই অলোক একটি ছুরি বার করে তনুশ্রীকে কোপাতে শুরু করে। আমরা কিছু বোঝার আগেই পুরো ঘটনাটি ঘটে যায়। এরপর ও নিজের গলায় ছুরি চালায়। কোথা থেকে কী হয়ে গেল বুঝতেই পারলাম না।’

এদিকে এই ঘটনা প্রসঙ্গে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার রাজীব পতিতুণ্ডী বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পারছি ওই ছাত্রী অঙ্ক নিয়ে স্নাতকোত্তর করছেন। এখনও ঘটনাটি প্রসঙ্গে বিস্তারিত তথ্য পাইনি। আমাদের কাছে প্রাথমিকতা ওই দুই জনের সুরক্ষা। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। উপাচার্যও ফোনে খোঁজ নিচ্ছেন নিয়মিত।’
ক্যাম্পাসের মধ্যে এই ঘটনা ঘটে যাওয়ায় আতঙ্কিত অন্যান্য পড়ুয়ারা। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। কী কারণে অলোক তনুশ্রীর উপর হামলা করল? তা খতিয়ে দেখা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *