ইন্টারনেট সেনসেশন উরফি জাভেদ। একের পর এক বিতর্কে জড়িয়েছেন তাঁর পোশাকের জন্যে। কখনও কখনও তো দূরবীন দিয়ে খুঁজতে হয়েছে পোশাক। কিন্তু কোনও সমালোচনা, কোনও তির্যক মন্তব্যই উরফিকে দাবিয়ে রাখতে পারেনি। তিনি অলওয়েজ বিন্দাস। এবার তাঁর এই বিন্দাস জীবনেই ডুব দিতে তৈরি অ্যামাজন প্রাইমের নতুন সিরিজ ফলো কর লো ইয়ার! ডিনার সেরে বেরোনোর সময়ে ফের জনমোহিনী রূপেই ধরা দিলেন। সেলফির আবদার মেটাতে মেটাতে নিজের শোয়ের প্রমোশনও করে দিলেন!