দক্ষিণে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর। উত্তরে সামান্য কম বৃষ্টিপাত দেখা যেতে পারে। ঘূর্ণাবর্তের কারণে গভীর নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জানাল হাওয়া অফিস। অপরদিকে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে। রবিবারের পর থেকে উত্তরবঙ্গে আবারও লাগাতার বৃষ্টির সম্ভাবনার কথা জানাল হাওয়া অফিস। বাংলা থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু অক্ষরেখা অনেকটাই দূরে সরে ছিল। সেই পরিস্থিতি পাল্টেছে। সক্রিয় মৌসুমী বায়ু অক্ষরেখা দিঘা পর্যন্ত বিস্তৃত। অন্যদিকে, ঝাড়খণ্ডের পূর্ব দিকে একটি ঘূর্ণবাত অবস্থান করছে। আসুন দেখে নিন এই ভিডিয়ো।