বানের জেরে গঙ্গার ঢেউয়ে দুলছে লঞ্চ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিয়ো। বুধবার দুপুরে লঞ্চটি যাত্রী নিয়ে দক্ষিণেশ্বর থেকে বেলুড় যখন আসছিল তখন আচমকা বান আসে। সেই বানের ঢেউয়ের ধাক্কায় লঞ্চ আচমকা বেসামাল হয়ে পড়ে। ঢেউয়ের ধাক্কায় লঞ্চটি যেভাবে লাফিয়ে উঠতে থাকে তাতে ভয় পেয়ে যান যাত্রীরা। প্রচণ্ড দুলুনিতে অনেকে বমিও করতে থাকে। যদিও শেষপর্যন্ত ঢেউয়ের গোত্তা খেতে খেতেই পাড়ে পৌঁছয় লঞ্চ। সকলে নিরাপদে পৌঁছলেও ভিডিয়ো দেখে শিউরে উঠছে নেটপাড়া। বড়সড় বিপদ যে ঘটতে পারত তা কেউ অস্বীকার করছেন না। এরপর এমন পরিস্থিতিতে যাত্রী সুরক্ষা নিয়ে উঠছে প্রশ্ন।