Maitree Express: ‘উত্তপ্ত’ বাংলাদেশের আঁচ সীমান্তেও, শনিতেও বাতিল দুই বাংলার মৈত্রী এক্সপ্রেস, ফেরত পাবেন টাকা?


অয়ন ঘোষাল: অশান্ত বাংলাদেশ। এখনও পরিস্থিতি পুরোপরি স্বাভাবিক হয়নি। এরই মধ্যে হিলি সীমান্তে ফের বাংলাদেশের সঙ্গে ব্যবসা শুরু হচ্ছে। তবে এখনও বন্ধ ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস। বাংলাদেশ রেলওয়ে থেকে প্রাপ্ত বার্তা অনুযায়ী, ১৩১০৮ কলকাতা – ঢাকা মৈত্রী এক্সপ্রেস ২৭.০৭.২০২৪ তারিখে কলকাতা থেকে ছাড়ার কথা ছিল এবং ১৩১১০ ঢাকা – কলকাতা মৈত্রী এক্সপ্রেস ২৭.০৭.২০২৪ তারিখে কলকাতাতে পৌঁছানোর কথা ছিল, যা বাতিল থাকবে। 

আরও পড়ুন, Jadavpur যাদবপুরের হস্টেলে ফের ছাত্র ‘নির্যাতন’! হাসপাতালে ভর্তি ইঞ্জিনিয়ারিং পড়ুয়া…

তবে যাত্রীদের কথা মাথায় রেখে ট্রেনের ভাড়া ফেরত দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে রেল কর্তৃপক্ষ। তবে যাত্রীদের অসুবিধার জন্য গভীরভাবে দুঃখিত রেল। নিম্নোক্ত শর্তাবলী সাপেক্ষে বাতিল ট্রেনের ভাড়ার সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে- 

১. কলকাতা শহরের সংশ্লিষ্ট টিকিট কাউন্টার থেকে কেনা টিকিটের সম্পূর্ণ অর্থ ফেরত শুধুমাত্র কলকাতার বিশেষ টিকিট কাউন্টারগুলিতেই প্রদান করা হবে।

২. হারানো / মিসপ্লেসড টিকিটের কোনও অর্থ ফেরত দেওয়া হবে না।

৩. বিদেশি পর্যটকদের কাউন্টারে পিআরএসের কার্যক্রমের সময়ের মধ্যেই টিকিটের সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে। টিডিআর ইস্যু করা হবে না।

আরও পড়ুন, C V Ananda Bose: মমতার বিরুদ্ধে মানহানি মামলায় ১১ কোটি দাবি বোসের!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *