Malaika Arjun Airport Look : মিটছে দূরত্ব? এয়ারপোর্টে অর্জুন মালাইকা Spotted! – bollywood actors arjun kapoor and malaika arora spotted at mumbai airport watch video


গত বেশ কয়েক মাস ধরে বার বার শোনা যাচ্ছিল ভেঙে গিয়েছে মালাইকা-অর্জুনের সম্পর্ক। তাঁরা একে অপরকে এড়িয়ে যাচ্ছেন। এমনকি অসুস্থ হয়ে অর্জুন যখন হাসপাতালে ভর্তি হয়েছিলেন তখনও তাঁকে দেখতে যাননি। এদিকে অনন্ত-রাধিকার বিয়ের দীর্ঘ ফিরিস্তি। সেখানেও, একবারের জন্যে যুগলে দেখা যায়নি তাঁদের। বৃষ্টিভেজা শুক্রের সকালে মুম্বই এয়ারপোর্টে দেখা মিলল এই দুই তারকার। না, একসঙ্গে না হলেও, প্রায় পর পর এয়ারপোর্টে ঢুকলেন তাঁরা। দুয়ে দুয়ে চার করতে কি খুব অসুবিধে হচ্ছে? বরফ গলে জল হতে মনে হয় বিশেষ সময় লাগবে না। শরতের আকাশের মতোই ঝলমলে হয়ে উঠবে মালাইকা-অর্জুন সম্পর্ক। ফ্য়ানরা তো অন্তত তাই চান!



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *