Parking Lot,দমদম পুর-এলাকায় পার্কিং লট তৈরিতে উদ্যোগ পুরসভার – south dumdum municipality build a parking lot in dum dum area


এই সময়: দমদম পুর-এলাকায় সে ভাবে পার্কিংয়ের ব্যবস্থা না থাকায় দমদম রোড, যশোহর রোডের মতো ব্যস্ত রাস্তায় যানজট নিত্যদিনের সমস্যা। তারই সমাধানে এ বার পার্কিং ব্যবস্থা ঢেলে সাজার পরিকল্পনা দক্ষিণ দমদম পুরসভার।খাতায় কলমে ‘এ’ গ্রেড পেয়েছে এই পুরসভা। অথচ এখনও পর্যন্ত সে ভাবে পার্কিং লট নেই ওই তল্লাটে। পুরসভা সূত্রে খবর, দশটি জায়গায় পার্কিং লট তৈরির আর্জি জানিয়ে পুরসভার তরফে সম্প্রতি চিঠি দেওয়া হয়েছে ব্যারাকপুর কমিশনারেটে। তার মধ্যে রয়েছে নাগেরবাজারে একটি বেসরকারি হাসপাতালের সামনের এলাকা, ৭ নম্বর ওয়ার্ডে যশোহর রোডের উপর এক রেস্তোরাঁর সামনের অংশ এবং যশোহর রোডেরই একটি শপিং মল লাগোয়া চত্বর।

ময়লা ফেললে জরিমানা, পাতা পোড়ালেও শাস্তি! সক্রিয় পুরসভা

এ ছাড়াও দমদম স্টেশন থেকে নাগেরবাজার পর্যন্ত চারটি জায়গা চিহ্নিত করেছে পুরসভা। পুলিশের অনুমতি মিললেই পার্কিং লট তৈরির কাজ শুরু হবে। ব্যারাকপুর কমিশনারেটের ট্র্যাফিক বিভাগের এক কর্তার বক্তব্য, ‘আমাদের তরফে নিয়মিত অভিযান চলে। নো-পার্কিং জ়োনে গাড়ি রাখলে কাঁটা লাগানো হয়, জরিমানা বাবদ নেওয়া হয় ৫০০ টাকা। কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা না থাকায় গাড়ির মালিকরা বাধ্য হয়েই নো-পার্কিংয়ে গাড়ি রাখেন।’

কিন্তু পার্কিং লট তৈরিতে এত দেরি কেন? দক্ষিণ দমদম পুরসভায় তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান অঞ্জনা রক্ষিত ও পাচু রায়দের বক্তব্য, ‘সুরাহার চেষ্টা করেছিলাম। কিন্তু আলাপ-আলোচনা করতে করতেই আমাদের কার্যকালের মেয়াদ শেষ হয়ে গিয়েছে।’

পুরসভার বর্তমান এক কর্তা জানান, পরের ধাপে ভিআইপি রোড চত্বরে পার্কিং লট গড়ে তোলা হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *