Sufal Bangla Scheme: আকাশছোঁয়া আলুর দাম, ভরসা এখন সুফল বাংলা – potato price hike in bankura people gathering to buy potato under sufal bangla scheme for details watch video


উঠেছে আলু ব্যবসায়ীদের ধর্মঘট। কিন্তু বাজারে এখনও আলুর যোগান পর্যাপ্ত নেই, যাতে দাম মধ্যবিত্তের নাগালের মধ্যে আসে। প্রশাসন এবং বিক্রেতাদের দাবি, বুধবার সন্ধ্যায় ধর্মঘট উঠলেও হিমঘর থেকে আলু এখনও বাজারে এসে পৌঁছয়নি। তা পৌঁছলে আলুর দাম কমবে বলেই মনে করছেন পাইকারি এবং খুচরো ব্যবসায়ীরা। আপাতত সাধারণ মানুষের এই সমস্যার সমাধানে এবং রাজ্য সরকারের সুফল বাংলা। বাঁকুড়ার এই সুফল বাংলার স্টলে সকাল থেকেই ভিড় মানুষের। লাইন দিতে হয় দেবেন। কিন্তু দাম তো খানিক কম হবে। পকেটের উপর চাপটা তো কমবে। কী বলছেন ক্রেতা থেকে বিক্রেতা? আমরা কথা বললাম দুলাল পাল ও ক্রেতা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের সাথে। কী প্রতিক্রিয়া দিলেন তাঁরা? আসুন দেখে নিন এই ভিডিয়ো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *