Digha,দিঘায় যান চলাচল ব্যবস্থার উন্নতিতে নজর, বড় উদ্যোগ প্রশাসনের – digha four lane road construction initiative by district administration


দিঘায় পর্যটকদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেছে একাধিক পদক্ষেপ করেছে জেলা প্রশাসন। এবার দিঘায় পর্যটকদের যান চলাচলের সুবিধার কথা মাথায় রেখে বড় উদ্যোগ। দিঘায় মূল প্রবেশদ্বার পর্যন্ত ৪ লেনের রাস্তা তৈরির কাজ শুরু করে দেওয়া হল প্রশাসনের তরফে।রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র দিঘা। এবার দিঘায় পর্যটকদের সুবিধার জন্য সি বিচ-এর পাশাপাশি দিঘা ওয়েলকাম গেট পর্যন্ত শুরু হল ৪ লেন সম্প্রসারণ করার কাজ। পর্যটকদের কথা ভেবে রাজ্য সরকার একের পর এক উন্নয়নমূলক কাজ করে চলেছে। কাঁথি মহকুমা শাসক ও দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের প্রশাসক সৌভিক ভট্টাচার্য বলেন, ‘পড়শী রাজ্য ওড়িশা বর্ডার থেকে দিঘা গেট পর্যন্ত ৪ লেনের সড়ক সম্প্রসারণের জন্যে ডিপিআর তৈরি করেছে পূর্ত দফতর। কাজ শুরু হয়েছে ইতিমধ্যে।’

তিনি আরও জানান, আমরা দেখেছি দিঘাতে পর্ষদের ২৪ একর জায়গা জবর দখল হয়ে রয়েছে। যাত্রী স্বাচ্ছন্দ্য ও পর্যটকদের সুবিধার জন্যে রাস্তার দু’পাশে যে সব জায়গা জবরদখল হয়ে রয়েছে। সেগুলির ডিমার্কেশান করে রাখা হয়েছে। সে কারণে দিঘা গেট পর্যন্ত জাতীয় সড়কের দু’পাশে কতটা জায়গা জবর দখল হয়ে রয়েছে, তার পরিমাপ করা হচ্ছে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তাঁর কথায়, ‘মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো জবরদখল চিহ্নিতকরণের কাজ চলছে। কাঁথি পুরসভায় জবরদখল করা জায়গা চিহ্নিত করার সার্ভে ভালোভাবে হয়েছে। কতজনকে অন্যত্র সরিয়ে নিয়ে গিয়ে পুনঃর্বাসন দেওয়া যেতে পারে সেই কাজটা শেষ হয়েছে। কাঁথি পুরসভা কতৃপক্ষ জেলা ও রাজ্য প্রশাসনের কাছে সেই রিপোর্টও জমা দিয়েছে। রাজ্য প্রশাসনের নির্দেশে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।’ তবে, যান চলাচল ব্যবস্থার আমূল পরিবর্তন আনতেই যে উদ্যেগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৪
সম্প্রতি দিঘায় ঝা চকচকে রাস্তা, পার্ক, বাথরুম, স্নানের ঘর থেকে শুরু করে বিনোদনের নানা পরিষেবা গড়ে তোলা হয়েছে। বর্তমান সরকারের হাত ধরে তা ধীরে ধীরে সেজে উঠছে। ফলে পর্যটকের সংখ্যাও দিনে দিনে বাড়ছে। রাজ্য সরকারের উদ্যোগে গড়ে ওঠা জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়ে গেলে পর্যটকের সংখ্যা কয়েক গুণ বেড়ে যাবে বলেই মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *