Chiranjeet Chakraborty: ‘আইন কী বলছে দেখতে হবে’, টালিগঞ্জে অচলাবস্থা নিয়ে মন্তব্য চিরঞ্জিতের – chiranjeet chakraborty reaction on director rahool mukherjee banned issue watch the video


ডিরেক্টরস গিল্ড বনাম ফেডারেশন দ্বন্দ্বে অচলাবস্থা টালিগঞ্জে। পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে টেকনিশিয়ানদের। শনিবার শ্যুটিং শুরু করা যায়নি নির্ধারিত সময়ে। শনিবার পূর্বনির্ধারিত সূচি মতো শ্যুটিংয়ের জন্য অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় টেকনিশিয়ান স্টুডিও পৌঁছে গেলেও আসেননি কোনও টেকনিশিয়ান। প্রযোজক সংস্থা রাহুলকে আবার পরিচালক হিসেবে বহালের সিদ্ধান্ত আগেই জানানোয় অসহযোগিতা ফেডারেশনের তরফে। ফলে ২৭ জুলাই বন্ধ রইল শ্যুটিং। ফেডারেশনের এই পদক্ষেপে রাহুলের পাশে দাঁড়াতে দেব থেকে রাজ চক্রবর্তী সহ আরও অনেকে আসেন। শ্যুটিং বন্ধ থেকে এই বিতর্কে এবারে মুখ খুললেন অভিনেতা রথ তৃণমূল বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী। কী বললেন তিনি? আসুন দেখে নিন এই ভিডিয়ো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *