Howrah : দুর্গন্ধে টেকা দায়! গ্রামবাসীদের বিক্ষোভে বন্ধ উলুবেড়িয়ার বর্জ্য নিষ্কাশন কেন্দ্র – howrah uluberia solid waste disposal centre closed for air pollution


দুর্গন্ধে টেকা দায়! বর্জ্য নিষ্কাশন কেন্দ্র থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়। বাধ্য হয়ে কেন্দ্রটি বন্ধ করে দেওয়ার জন্য জানায় গ্রামবাসীরা। হাওড়ার উলুবেড়িয়ায় বন্ধ হয়ে পড়ে রয়েছে কেন্দ্রটি। কেন্দ্রটির ভেতরে নিকাশি ব্যবস্থা করা না পর্যন্ত সেটি চালু করা যাচ্ছে না বলে জানিয়েছেন পঞ্চায়েত প্রধান।কঠিন বর্জ্য নিষ্কাশন কেন্দ্র থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। দুর্গন্ধে অতিষ্ট এলাকার মানুষ। আর এতেই এলাকার পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। গ্রামবাসীদের এই অভিযোগে বেশ কয়েক মাস ধরে বন্ধ হয়ে পড়ে আছে উলুবেড়িয়া ২ নং ব্লকের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের কঠিন আবর্জনা নিষ্কাশন প্রকল্প। তবে এই প্রথম নয় প্রায় ৯ বছর আগে চালু হওয়া এই প্রকল্প এর আগেও গ্রামবাসীদের একই অভিযোগে বেশ কয়েকবার বন্ধ হয়ে গিয়েছিল।

গ্রামবাসীদের সমস্যার কথা স্থানীয় গ্রাম পঞ্চায়েত স্বীকার করে নিলেও তাদের দাবি সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। জানা গিয়েছে, প্রায় ১৭ লক্ষ টাকা ব্যায়ে বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের শুড়িখালী এলাকায় কঠিন আর্বজনা নিরাপদ নিষ্কাশন কেন্দ্র তৈরী হয়। ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে প্রকল্পটির উদ্বোধন করেন উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক ডাঃ নির্মল মাজি।

সূত্রের খবর, প্রকল্পটি চালু হওয়ার পর বাড়ি বাড়ি থেকে বর্জ্য সংগ্রহ শুরু ও হয়। যদিও এরপর এই কেন্দ্র থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে এই অভিযোগে গ্রামবাসীদের বিক্ষোভে কয়েক বছর চলার পর প্রকল্পটি বন্ধ হয়ে যায়। স্থানীয় সূত্রে খবর এরপর বছর দুয়েক আগে কেন্দ্রটি চালু হলেও একই অভিযোগে কয়েকমাস আগে প্রকল্পটি পুনরায় বন্ধ করে দেয় গ্রামবাসীরা।

রবিবার এলাকায় গিয়ে দেখা গেল প্রকল্পের গেটে তালা লাগানো। গ্রামবাসীদের অভিযোগ প্রকল্প চালু হওয়ার পর থেকে দুর্গন্ধে এলাকায় টেকা যাচ্ছেনা। মাছির উপদ্রব বেড়েছে। দিনে রাতে খেতে ঘুমাতে পারা যাচ্ছেনা। তাদের অভিযোগ সমস্যা সমাধানে গ্রাম পঞ্চায়েতকে একাধিকবার অভিযোগ জানালেও কোন কাজ না হওয়ায় বাধ্য হয়ে কয়েক মাস আগে আমরা প্রকল্পের কাজ বন্ধ করে দিয়েছি। যতদিন পর্যন্ত না সমস্যার সমাধান হচ্ছে ততদিন পর্যন্ত প্রকল্পে কাজ চালু করতে দেওয়া হবেনা বলেও হুশিয়ারি দেন গ্রামবাসীরা।

Howrah Hospital : হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কার্নিশের চাঙড়, আতঙ্ক হাওড়া জেলা হাসপাতালে
সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন বাসুদেসপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান গোপাল কোলে। তিনি জানান প্রকল্প কেন্দ্রের ভিতরে নিকাশী ব্যবস্থা ঠিক না থাকার কারণে দুর্গন্ধের একটা সমস্যা হচ্ছিল। মাস খানেক আগে প্রকল্পের ভিতরে এই নিকাশী ব্যবস্থার কাজ করার সময় পুনরায় দুর্গন্ধ ছড়ালে এলাকার কয়েকজন যুবক এসে তালা দিয়ে দেয়। আমি গ্রামবাসীদের কথা দিয়েছি সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত প্রকল্প বন্ধ থাকবে। জেলা থেকে প্রকল্প ভিজিট করে ছড়াপত্র দিলে প্রকল্প চালু করা হবে বলে জানান গোপাল কোলে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *