Mamata Banerjee: ‘উত্তরবঙ্গ ভাগ করবে? খাবার জলই তো পাবে না!’ কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ মমতার – cm mamata banerjee criticises bjp government over divide north bengal watch video


নীতি আয়োগের বৈঠকে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফরাক্কা চুক্তি পুর্ননবীকরণে বাংলার সরকারের সঙ্গে কোনও আলোচনা না করা নিয়ে উষ্মা প্রকাশ করেন তিনি। একইসঙ্গে উত্তরবঙ্গের জন্য বেশ কিছু প্রকল্পের প্রস্তাবও কেন্দ্রের সামনে তিনি রাখেন বলে জানিয়েছেন। সেই সঙ্গে মমতা বন্দ্য়োপাধ্যায় জানিয়েছেন, পাঁচ মিনিটের মাথায় বন্ধ করে দেওয়া হয় মাইক, শনিবার রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে নীতি আয়োগ বৈঠক থেকে ওয়াক আউট করেন তিনি। মাইক বন্ধ করে তাঁকে অপমান করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এরপরেই কেন্দ্রের তরফে প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) দাবি করে, মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে নিজের বক্তব্য রাখার সময় পেয়েছিলেন। ঘড়িতে ‘সময় শেষ’ বলে দেখানো হয়েছিল। তাঁকে সতর্ক করার জন্য কোনও ঘণ্টা বাজানো হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি খারিজ করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *