Rabindra Bhavana Visva Bharati,বাড়তে পারে শান্তিনিকেতন ট্যুরের খরচ, রবীন্দ্রভবনে প্রবেশের মূল্য বাড়াল বিশ্বভারতী – rabindra bhavana visva bharati entry fees increases


বাঙালির অন্যতম প্রিয় ভ্রমণ ডেস্টিনেশন শান্তিনিকেতন। দোল হোক বা বছরের অন্য কোনও সময়, বোলপুরে থাকে পর্যটকদের ভিড়। শুধু ভারতীয় নয়, বহু বিদেশিও যান রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিনিকেতনে। কিন্তু, এবার রবীন্দ্রভবন ও উপাসনা গৃহ সংলগ্ন এলাকা পরিদর্শন করার জন্য প্রবেশ মূল্য বৃদ্ধি করা হল। এই মর্মে বিশ্বভারতীয় কর্তৃপক্ষের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।সেখানে বলা হয়েছে, রবীন্দ্রভবনে বিদেশিদের ক্ষেত্রে প্রবেশ মূল্য হতে চলেছে ১০০০ টাকা। ‘সার্ক’ অন্তর্ভুক্ত দেশগুলির ক্ষেত্রে সেই মূল্য হবে ৫০০ টাকা এবং ভারতীয়দের জন্য তা ১০০ টাকা। পড়ুয়া (ভারতীয়/আন্তর্জাতিক)-রা উপযুক্ত পরিচয়পত্র দেখাতে পারলে অঙ্কটা ১০ টাকা। এর আগে রবীন্দ্রভবনে প্রবেশ মূল্য বিদেশিদের জন্য ছিল ৫০০ টাকা, ‘সার্ক’-এর তালিকাভুক্ত দেশগুলির জন্য ছিল ৩০০ টাকা, পড়ুয়াদের জন্য ছিল ১০ টাকা এবং দেশের নাগরিকদের জন্য ছিল ৭০ টাকা। স্বাভাবিকভাবেই বিশ্বভারতীয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের ফলে পর্যটকদের মধ্যে জোর চর্চা শুরু হয়েছে।

শান্তিনিকেতনের ক্ষেত্রে অন্যতম দর্শনীয় স্থান হল রবীন্দ্রভবন। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের পাঁচটি বাড়ি উদয়ন, উদিচী, পুনশ্চ, শ্যামলী, কোনার্ক রয়েছে। পাশাপাশি রয়েছে সংগ্রহশালাও। অন্যদিকে, সেখানে রাখা থাকে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত গাড়ি। স্বাভাবিকভাবেই এই জায়গা পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল।

কিন্তু, রবীন্দ্রভবনে প্রবেশমূল্য বাড়ানোয় স্বাভাবিকভাবেই অখুশি পর্যটকরা। তরুণ দাস নামক এক পর্যটক বলেন, ‘আগে ৭০ টাকা দিয়ে রবীন্দ্রভবনে প্রবেশ করতে পারতাম। তাও আমাদের মতো নিম্ন মধ্যবিত্তের জন্য অনেকটা বেশি। এবার সেই টাকা ১০০ করে দেওয়ায় স্বাভাবিকভাবেই চাপ হচ্ছে।’

একই সুর শোনা গেল অপর এক পর্যটকের কণ্ঠেও। তিনি বলেন, ‘রবীন্দ্রভবন পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণের জায়গা। প্রায় সকলেই শান্তিনিকেতনে এসে এখানে একবার ঘুরে যান। এই প্রবেশমূল্য বাড়ানো মানে সকলের পকেটে চাপ ফেলা।’ উল্লেখ্য, গত বছর নভেম্বর মাস থেকে এই বছর জানুয়ারি মাসের শেষ অর্থাৎ শীতের সময় রবীন্দ্রভবনে মোট ৬৬ লাখ ৫১ হাজার ৫২০ টাকার টিকিট বিক্রি হয়েছিল। অর্থাৎ তিন মাসে গড়ে ২২ লাখ আয় হয়েছিল বলে বিশ্বভারতীয় সূত্রে খবর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *