Train Cancelled,রবিতে শিয়ালদা শাখায় একাধিক ট্রেন বাতিল, ভোগান্তির আশঙ্কা যাত্রীদের – sealdah division train cancelled list today


রবিবার শিয়ালদা ডিভিশনে কাজ চলবে। আর সেই কারণে এ দিনও একাধিক লোকাল ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পূর্ব রেলের তরফে। এই তালিকায় রয়েছে শিয়ালদা-কৃষ্ণনগর, নৈহাটি-ব্যান্ডেল লোকাল। ছুটির দিনে অফিস না থাকলেও কাজের জন্য বেরোতে হয় অনেককেই। সেক্ষেত্রে লোকাল ট্রেনের যাত্রীরা সমস্যায় পড়তে পারেন।

রবিবার কোন কোন ট্রেন বাতিল?

পূর্ব রেলের তরফে জানানো হচ্ছে, রবিবার হাওড়া এবং শিয়ালদা ডিভিশনে একাধিক লোকাল বাতিল থাকছে। কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। রবিবার আপ ও ডাউন মিলিয়ে মোট চার জোড়া নৈহাটি-ব্যান্ডেল লোকাল, দুই জোড়া শিয়ালদা-কৃষ্ণনগর লোকাল, দুই জোড়া শিয়ালদা-শান্তিপুর লোকাল, এক জোড়া শিয়ালদা-রানাঘাট লোকাল বাতিল হবে। একইসঙ্গে, দুই জোড়া শিয়ালদা-কল্যাণী সীমান্ত লোকাল, এক জোড়া রানাঘাট-নৈহাটি লোকাল এবং একটি নৈহাটি-কল্যাণী সীমান্ত লোকাল বাতিল করা হয়েছে।পাশাপাশি এ দিন বালিয়া-শিয়ালদা এক্সপ্রেস, যোগবাণী-কলকাতা এক্সপ্রেস, গোরক্ষপুর-কলকাতা পূর্বাঞ্চল এক্সপ্রেস, মালদা-শিয়ালদা গৌড় এক্সপ্রেস, জয়নগর-শিয়ালদা গঙ্গাসাগর এক্সপ্রেস নৈহাটির বদলে ডানকুনি হয়ে যেতে চলেছে। শনিবারও একাধিক ট্রেন বাতিল করা হয়েছিল। ফলে সমস্যায় পড়তে হয়েছে যাত্রীদের। সোমবার সপ্তাহের প্রথম কাজের দিন। সেই দিন অবশ্য ট্রেন পরিষেবা স্বাভাবিক থাকবে। কিন্তু, শনি এবং রবিবার এই দুই দিন একাধিক ট্রেন বাতিল হওয়ায় ভোগান্তিতে সাধারণ মানুষ।

রবি দাস নামক এক যাত্রীর কথায়, ‘গত কয়েক মাসে কাজের জন্য বিভিন্ন সময় ট্রেন বাতিল শুনছি। শনি-রবিবারও কিছু মানুষ কাজ করেন। যাঁরা বেসরকারি সংস্থার কর্মী, তাঁদের নির্দিষ্ট করে শুধু শনি এবং রবিবার ছুটি থাকবে এমনটা নয়। তাঁদের সমস্যায় পড়তে হয়।’ অতসী রায় নামক এক যাত্রী বলেন, ‘সপ্তাহে এই দুটো দিন আমি বাবা-মায়ের সঙ্গে কাটাই। ট্রেনে করেই যাতায়াত করতে হয়। ফলে এই দুই দিন ট্রেন বাতিল হলে আমাকে সমস্যায় পড়তে হয়। আমি নিশ্চিত আমার মতো আরও অনেকেই এক্ষেত্রে সমস্যা হয়।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *