Cyber Crime News,নামী কোম্পানির জল কিনলেই ফ্রিজ ফ্রি! প্রতারণার ফাঁদে টাকা খোয়ালেন বর্ধমানের ব্যবসায়ী – bardhaman businessman lost money in a cyber fraud


সাইবার প্রতারণার অভিনব ফাঁদ! এবার সেই চক্রে পা দিয়ে টাকা খোয়ালেন বর্ধমানের এক রেস্তোরাঁর মালিক। ‘নামী কোম্পানির ঠান্ডা পানীয় কিনলে মিলবে ডবল ডোর ফ্রিজ’, এমনই প্রতিশ্রুতি দিয়ে টোপ দেওয়া হয় বর্ধমান শহরের পারবীরহাটার এক রেস্তোরাঁ মালিককে। সেই পানীয় জল কেনার জন্য টাকা দিলেও মেলেনি ডবল ডোর ফ্রিজ। প্রতারিত হয়েছেন বুঝে বর্ধমান থানা ও সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন রেস্তোরাঁ মালিক।পারবীরহাটার রেস্তোরাঁ মালিক সুদীপ ঘোষ জানান, গত বুধবার তাঁর কাছে একটি ফোন আসে। সেই ফোনে তাঁকে একটি নামী কোম্পানির ঠান্ডা পানীয় সংস্থার নাম করে অফার দেওয়া হয়। তাতে বলা হয়, তিনি যদি তাঁর রেস্তোরাঁয় ওই নির্দিষ্ট ঠান্ডা পানীয় রাখেন, তাহলে কোম্পানির তরফে তাঁকে একটি ডবল ডোর ফ্রিজ দেওয়া হবে। এর জন্য আলাদা করে কোনও অর্থ তাঁকে দিতে হবে না। এই প্রস্তাব স্বীকারও করে নেন ওই রেস্তোরাঁর মালিক।

রেস্তোরাঁ মালিক সুদীপ ঘোষের দাবি, ‘আমাদের কাছে কোম্পানি তরফে এই ধরনের বিভিন্ন অফার আসে। আজ পর্যন্ত কখনও তা গ্রহণ করে প্রতারিত হইনি। এভাবে প্রতারণার শিকার হতে হবে তা ভাবতে পারিনি।’

এই বারও তিনি ফোনের ওপারে আসা প্রস্তাব স্বীকার করেছিলেন এবং তাদের দেওয়া নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইউপিআই-এর মাধ্যমে ১৫,২০০ টাকা পাঠিয়ে দেন। সুদীপবাবুর দাবি, ‘টাকা পেমেন্ট হওয়ার পরে যে নম্বর থেকে ফোন করে প্রস্তাব দেওয়া হয়েছিল তাতে কয়েকবার ফোন করি। কিন্তু, তারা রেফ্রিজারেটর ও ঠান্ডা পানীয় পাঠানো নিয়ে নানান টালবাহানা করতে থাকে। কথার মধ্যে গরমিল পাওয়া যায়। এরপরেই বুঝতে পারি আমি প্রতারণার শিকার হয়েছি।’ এরপরেই তিনি বর্ধমান থানা ও সাইবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এদিকে সাইবার বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই ধরনের অপরাধীরা দিন দিন প্রতারণার ছক বদলে দিচ্ছেন। তাই সাধারণ মানুষকে অতিরিক্ত সতর্ক থাকার কথা বলা হয়েছে। এই প্রসঙ্গে সর্বত্র সচেতনতা প্রচার চালানো হচ্ছে। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *