Dev on Directors Federation Conflict: ‘আমরা একটা সুস্থ পরিবেশ চাই’, টলিপাড়ার অচলাবস্থায় আলোচনার বার্তা দেবের – tollywood actor dev reaction on directors federation conflict and commented on ghatal masterplan watch video


ফেডারেশন বনাম পরিচালকদের দ্বন্দ্বে অনির্দিষ্টকালের জন্য শুটিং বন্ধ রয়েছে টলিপাড়ায়। টালিগঞ্জে অচলাবস্থা জারি সোমবারও। টালিগঞ্জে শুটিং শুরু নিয়ে আলোচনার পরামর্শ দিলেন অভিনেতা-প্রযোজক দেব। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে পরিচালকদের নিয়ে বৈঠকে ভার্চুয়ালি ছিলেন দেব। নিজের লোকসভা কেন্দ্র ঘাটালে উন্নয়নের জন্য বৈঠকে যোগ দিয়েছিলেন তৃণমূল সাংসদ। ঘাটাল মাস্টার প্ল্যান কতদূর এগোল, সেই নিয়েও বিস্তারিত জানালেন সাংসদ। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন,ঘা ‘টালের মাস্টারপ্ল্যান নিয়ে কাজ এগোচ্ছে, জমি পরিমাপের কাজ শেষ এবং এরপর জমি অধিগ্রহণের কাজ শুরু হবে’। আসুন দেখে নিন এই ভিডিয়ো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *