বড়িশা সর্বজনীনের অন্যতম পুজো উদ্যোক্তা তন্ময় চট্টোপাধ্যায় বলেন, ‘এবার প্রতিমা তৈরির বিষয়টিতে বিশেষ চমক থাকছে। থ্রি ডি থিমের উপর নির্ভর করে প্রতিমা তৈরি করা হবে। এর থেকে বেশি কিছু এখনই বলা যাচ্ছে না।’ প্রতিমার পাশাপশি মণ্ডপ সজ্জাতেও অভিনবত্ব আনা হবে।
এবার বড়িশা সর্বজনীনের পুজোর থিম হচ্ছে ‘রুদ্রাণী’। স্বাভাবিকভাবেই, থিমের নাম দেখেই বোঝা যাচ্ছে মায়ের রুদ্র রূপ তুলে ধরে হবে এবার। নারী শক্তির যে রুদ্র রূপ, সেই বিষয়টিকে মাথায় রেখেই এবার প্রতিমা থেকে মণ্ডপসজ্জা পুরো বিষয়টি সাজানো হয়েছে। এবার শিল্পী অনিমেষ দাসের পরিকল্পনায় তৈরি হচ্ছে থিম। প্রতিমা নির্মাণ করবেন শিল্পী সৌমেন পাল। এবার ৭৬তম পুজোর আয়োজন করবে বড়িশা সর্বজনীন।
প্রতি বছরই নিত্য নতুন ভাবনায় সাজিয়ে তোলা হয় বড়িশা সর্বজনীনের পুজোর মণ্ডপ। ইতিমধ্যে খুঁটি পুজো সম্পন্ন হয়েছে। আজ, সোমবার থেকেই বড়িশা সর্বজনীনের পুজোর মণ্ডপ নির্মাণের কাজ শুরু হচ্ছে বলে জানা গিয়েছে পুজো কমিটি সূত্রে। ২০ থেকে ২৫ লক্ষ টাকা বাজেট ধরা হয়েছে এবারের পুজোয়। অন্যান্য বারের ন্যায় এবারেও বড়িশা সর্বজনীন সর্বজনীন দুর্গোৎসব দর্শনার্থীদের পছন্দের তালিকায় জায়গা করে নেবে বলেই মনে করছেন উদ্যোক্তারা। উল্লেখ্য, ২০২০ সালে বড়িশা সর্বজনীনের প্রতিমা মন্ত্রমুগ্ধ করেছিল সকলকে। সরকারি তত্ত্বাবধানে সংরক্ষণ করা হয় পরিযায়ী শ্রমিক পরিবারের বধূরূপে তৈরি বড়িশা সর্বজনীনের দুর্গা প্রতিমাকে। এবারেও বিশাল চমকের অপেক্ষায় শহরবাসী।