ভয়াবহ গঙ্গার ভাঙন দেখা গেল মুর্শিদাবাদের সামশেরগঞ্জে। রাক্ষুসে গঙ্গার গ্রাসে পড়ল একাধিক বাড়ি। চোখের নিমেষে গঙ্গার সঙ্গে মিশে গিয়েছে আস্ত বাড়ি বলে খবর। বর্ষায় গঙ্গার জলস্তর বাড়তেই ফের গঙ্গা ভাঙন শুরুসামশেরগঞ্জে। সূত্রের খবর, একটি বাড়িই নয় একাধিক বাড়ি গঙ্গার গর্ভে তলিয়ে গিয়েছে। আতঙ্কে ঘর ছাড়া বহু মানুষ। ভাঙন কবলিত এলাকার মানুষদের স্থানীয় প্রাইমারি স্কুলে থাকার এবং খাওয়াদাওয়ার ব্যবস্থা করা হয়েছে চাচন্ড গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে। এই নিয়ে সামশেরগঞ্জের বিডিও সুজিত চন্দ্র লোধ কী জানিয়েছেন জেনে নিন এই ভিডিয়োতে।