পূর্ব মেদিনীপুর জেলার প্রাথমিক স্কুলগুলিতে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সবুজ সংকেত মিলল। কলকাতা হাইকোর্টের রায়ে এবারে জটিলতা মুক্ত নিয়োগ পদ্ধতি। দীর্ঘদিনের জটিলতার অবসান হল। কলকাতা হাইকোর্টের রায়ে পূর্ব মেদিনীপুর জেলার প্রাথমিক স্কুলগুলিতে প্রধান শিক্ষক নিযুক্তির ক্ষেত্রে আর কোনও আইনি বাধা রইল না। পূর্ব মেদিনীপুর জেলায় প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় সিলমোহর দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বেশ কিছু নতুন প্রধান শিক্ষক পদে শীঘ্রই হবে বলেও জানালেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান। বিস্তারিত জানুন এই ভিডিয়োতে।