বৃষ্টির জল সংরক্ষণে দৃষ্টান্তমূলক পদক্ষেপ পূর্ব রেলের। হাওড়া স্টেশন পরিষ্কার করার উদ্দেশে বৃষ্টির জলকে অভিনব পদ্ধতিতে সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে রেলের তরফে। বৃষ্টির জল নষ্ট না করে অত্যাধুনিক রেইন ওয়াটার হার্ভেস্টিং সিস্টেমের মাধ্যমে ইস্টার্ন রেলওয়ে হাওড়া স্টেশন বছরে প্রায় ৯৭,৫২৪.৫৪ কিউবিক মিটার বৃষ্টির জল সংগ্রহ করতে সক্ষম হয়েছে।হাওড়া স্টেশন ধোয়া এবং পরিষ্কার করার কাজে বিশুদ্ধ জল ব্যবহার না করার পরিকল্পনা থেকেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়। একটি ক্ষতিগ্রস্ত পিভিসি ট্যাঙ্ক ব্যবহার করে রিচার্জ পিট তৈরি করা হয়েছে। সেখানেই বৃষ্টির জল সংরক্ষণ করা হয় সারা বছর। এই নতুন সিস্টেমের মাধ্যমেই বৃষ্টির জলকে শোধন করে পরিষ্কারের কাজে ব্যবহার করা হচ্ছে।
পূর্ব রেল সূত্রে খবর, হাওড়া স্টেশনটি মোট এলাকার প্রায় ৯০% ছাদ দিয়ে আচ্ছাদিত। স্টেশনের মোট আচ্ছাদিত এলাকা ৭৮ হাজার স্কোয়ার মিটারের একটু বেশি। এই অংশটি জুড়ে সারা বছর ১৬৪.৯৫ মিমি বৃষ্টির জল পাওয়া যায়। প্রবাহিত বৃষ্টির জল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (ETP) প্ল্যান্টের সেটেলমেন্ট ট্যাঙ্কে নিয়ে যাওয়া হয়। সেখানে এই বৃষ্টির জল শোধন করা হয়। বছরে প্রায় ৭৩ লক্ষ লিটার জল পরিশোধিত করা হয়। এরপর এই জলকে স্টেশন চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজে ব্যবহার করে থাকে রেল। নতুন জলের পরিবর্তে পুনর্ব্যবহৃত জল ব্যবহার করার ফলে জলের খরচ কমে আসে, যা অর্থনৈতিকভাবে লাভজনক।
পূর্ব রেল সূত্রে খবর, হাওড়া স্টেশনটি মোট এলাকার প্রায় ৯০% ছাদ দিয়ে আচ্ছাদিত। স্টেশনের মোট আচ্ছাদিত এলাকা ৭৮ হাজার স্কোয়ার মিটারের একটু বেশি। এই অংশটি জুড়ে সারা বছর ১৬৪.৯৫ মিমি বৃষ্টির জল পাওয়া যায়। প্রবাহিত বৃষ্টির জল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (ETP) প্ল্যান্টের সেটেলমেন্ট ট্যাঙ্কে নিয়ে যাওয়া হয়। সেখানে এই বৃষ্টির জল শোধন করা হয়। বছরে প্রায় ৭৩ লক্ষ লিটার জল পরিশোধিত করা হয়। এরপর এই জলকে স্টেশন চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজে ব্যবহার করে থাকে রেল। নতুন জলের পরিবর্তে পুনর্ব্যবহৃত জল ব্যবহার করার ফলে জলের খরচ কমে আসে, যা অর্থনৈতিকভাবে লাভজনক।
মূলত, স্টেশন চত্বর ধোয়ার কাজ, রেলওয়ে ট্র্যাক এবং এপ্রোন ওয়াশিং-এর জন্য এই জলকে ব্যবহার করা হয়। ভূগৰ্ভস্থ মিঠা জলের ব্যবহার না করার জন্যেই এই পদ্ধতি চালু করা হয়েছে রেলের তরফে। জল সংরক্ষণের বার্তা দিতেই রেলের তরফে এই পদ্ধতি অনুসরণ করে ফল মিলেছে বলে জানানো হয়েছে রেলের তরফে।