বিগত তিন বছর ধরে চলে আসছে আন্তঃবিদ্যালয় বাংলা ছোট নাটক প্রতিযোগিতা। এতেই সাফল্য এসেছে বাঁকুড়া-১ ব্লকের আঁচুড়ি গ্রাম পঞ্চায়েতের বরুট প্রাথমিক বিদ্যালয়ের। বরুট প্রাথমিক বিদ্যালয় সূত্রে জানানো হয়েছে, পরপর তিন বছর অনীক আয়োজিত রাজ্য স্তরীয় আন্তঃবিদ্যালয় বাংলা ছোটো নাটক প্রতিযোগিতায় তাঁদের পড়ুয়ারা অংশ নিচ্ছেন। এবার প্রাচ্য ও প্রাশ্চাত্য সংস্কৃতির চিরকালীন দ্বন্দের কারণে ইংরাজী ও বাংলা মাধ্যমের শিক্ষার্থীদের শিক্ষা ও সংস্কৃতিগত ফারাকই উঠে এসেছে নাট্যকারের কলমে। একই সঙ্গে সকলকে নিজেদের শিকড়ের কাছে ফিরে যাওয়ার আহ্বানও রয়েছে এই নাটকে। স্কুলের প্রধান শিক্ষক গৌতম কুমার পাল কী বললেন? আসুন দেখে নিন এই ভিডিয়োতে।