Rachana Banerjee,’ছাগল যেন না চরে’, হাসপাতালে সারপ্রাইজ ভিজিটে গিয়ে দাওয়াই দিদি নম্বর ওয়ানের – rachana banerjee visits hooghly government hospital


হাসপাতালে সারপ্রাইজ ভিজিট হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের। পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিলেন তিনি। পাশাপাশি নিজের মোবাইলে হাসপাতালের ছবি তুলে রাখলেন সাংসদ। যাতে পরিস্থিতির উন্নতি হয়, সেই জন্য সুপারকে দিলেন বিশেষ নির্দেশও।পাশাপাশি হুগলির জেলাশাসকের সঙ্গে এলাকার উন্নয়নে কী কী করণীয় সেই বিষয় নিয়েও বৈঠক করেন রচনা বন্দ্যোপাধ্যায়। সেখানে জেলার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে উষ্মা প্রকাশ করতে দেখা যায় তাঁকে। মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তর হয়ে ইমামবাড়া জেলা হাসপাতাল পরিদর্শনে যান রচনা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন তিনি।

প্রসূতি বিভাগে প্রসূতিদের পাশেই ভাঙা মেশিন, প্লাস্টিকের প্যাকেট বাক্স পড়ে থাকার দৃশ্য নিয়ে আপত্তি তোলেন রচনা বন্দ্যোপাধ্যায়। হাসপাতাল সুপার অমিতাভ মণ্ডলকে তিনি বলেন,’এই অপরিচ্ছন্নতার জন্য প্রসূতিদের সমস্যা হতে পারে। সদ্যোজাত এসএনসিইউ-তে রয়েছে। আর মায়েরা মেঝেতে বসে রয়েছেন অস্বাস্থ্যকর জায়গায়। মায়েদের কি বেড দেওয়া যায় না? এটা আমি আশা করিনি। এতদিন কে ছিলেন তা আমার জানার প্রয়োজন নেই। এখন এখানকার দায়িত্ব রচনা বন্দ্যোপাধ্যায়ের উপর। হাসপাতালের চিত্র যেন পাল্টে যায়। হাসপাতালে যেন কুকুর ছাগল না ঘোরে। ঝাঁ চকচকে হয়ে যায়।’

হাসপাতালের যদি কোনও সাহায্যের প্রয়োজন থাকে তাহলে তা করবেন তিনি, জানান রচনা। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রচনা বলেন, ‘হাসপাতাল আরও বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত। একটু রক্ষণাবেক্ষণের অভাব বলে মনে হয়। তবে অনেক সুবিধা রয়েছে। প্রসূতি মায়েদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। তবে পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছি। মানুষজনকেও সচেতন হতে হবে। যত্রতত্র ময়লা ফেলা যাবে না। এই দিকে নজরদারি চালাতে হবে।’

এই হাসপাতালে ছয় তলার ক্রিটিক্যাল কেয়ার ইউনিট তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘হাসপাতালটিতে পরিষেবা দেওয়ার জন্য সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। শুধু পরিচ্ছন্নতার দিকে অতিরিক্ত নজর দিতে হবে।’ উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে হুগলি কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন বিজেপির লকেট চট্টোপাধ্যায়। ২০২৪ সালে তাঁকে হারিয়ে হুগলি ‘জয়’ করেছেন তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *