Snake At Bakkhali Sea Beach : ইয়োলো বেলিড আতঙ্কে কাঁটা বকখালি! – yellow bellied sea snake seen at bakkhali sea beach creates panic among tourists watch video


দিঘার পরে এবারে বকখালি সমুদ্র সৈকতে দেখা মিলল বিষাক্ত সাপের। শনিবার দুপুরে বকখালিতে ভরা জোয়ারের সময় হঠাৎ দেখা মেলে সাপটির। সিভিল ডিফেন্সের কর্মীরা বকখালির সমুদ্র সৈকতে সাপটিকে ভাসতে দেখেন বলে খবর মিলেছে। ওই সময় সমুদ্রে প্রচুর পর্যটক স্নান করছিলেন। সিভিল ডিফেন্সের কর্মীরা সঙ্গে সঙ্গে সবাইকে সরিয়ে দেন। এরপরই তাঁরা জীবিত অবস্থায় সাপটিকে উদ্ধার করে বলে খবর। ইয়োলো বেলিড সি স্নেক ঘিরে এই মুহূর্তে পর্যটকরা আতঙ্কিত হয়ে রয়েছেন। এই ঘটনার পর থেকেই কাকদ্বীপ মহকুমা প্রশাসন ও ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পক্ষ থেকে পর্যটকদের সতর্ক করার জন্য সিভিল ডিফেন্সের কর্মীরা সমুদ্র সৈকতে মাইকিং শুরু করেছে। বিস্তারিত জেনে নিন এই ভিডিয়োতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *