পরিবারে অশান্তি? শ্বশুরাড়িতে গিয়ে স্ত্রী-সহ ৬ জনকে কুপিয়ে খুনের চেষ্টা জামাইয়ের! Man tries to murder 6 membrs of Family including wife in East Midnapore


কিরণ মান্না: পরিবারে অশান্তি? শ্বশুরবাড়িতে দিয়ে স্ত্রী, শাশুড়ি-সহ ৬ জনকে কুপিয়ে খুনের চেষ্টা করল জামাই! অভিযুক্তকে গাছে বেঁধে মারধর করলেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে।

আরও পড়ুন: Malbazar: চার বছরের শিশুকে আক্রণ চিতাবাঘের! বাঁচাতে একে-একে ছুটে এল দাদু, বাবা এবং…

স্থানীয় সূত্রে খবর, অভিযুক্তের নাম শেখ বাপন। বাড়ি,  পূর্ব মেদিনীপুরেরই ভগবানপুরে। ২০০৭ সালে বিয়ে হয়। স্ত্রী আসমা বিবি বাপের বাড়ি নন্দকুমার থানার কুমোরআড়া গ্রামে। ওই দম্পতির  তিন ছেলে ও এক মেয়ে। কিন্তু দীর্ঘদিন ধরেই স্ত্রী-র উপর বাপন রীতিমতো অত্যাচার চালাতেন বলে অভিযোগ। বাপের বাড়ির লোকের দাবি, বহুবার বলেও সমস্যা সুরাহা হয়নি। বরং অত্য়াচারের মাত্রা আরও বাড়তে থাকে। কয়েক মাস আগে বাপের বাড়িতে চলে আসেন আসমা।

আজ মঙ্গলবার দুপুরে মত্ত অবস্থায় শ্বশুরবাড়ি হাজির হয় বাপন। এরপর অশান্তি শুরু করলে, প্রতিবাদ করেন স্ত্রী। কিছুক্ষণ পর রান্না করতে চলে যান তিনি। সেই সময়ে পিছন থেকে স্ত্রীর গলায় বাপন ধারালো অস্ত্রের কোপ মারেন বলে অভিযোগ। তখন বাড়িতেই ছিলেন বাপনের শ্বাশুড়ি। মেয়েকে যখন বাঁচাতে যান, তখন তাঁকে ধারালো অস্ত্রের কোপ মারে অভিযুক্ত। রেহাই পাননি পরিবারের আরও ৪ সদস্যও।  সকলেই উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয় বাসিন্দারাই।

এদিকে ধরা পড়ে যান বাপনও। তাঁকে গাছে বেধে বেধড়ক মারধর করতে থাকেন গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নন্দকুমার থানার পুলিস। অভিযুক্তকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় থানায়।  

আরও পড়ুন:  Bengal Weather: ঝাড়খণ্ড-বাংলাদেশে জোড়া ঘূর্ণাবর্ত, আগামী ৪দিন বাংলা জুড়ে প্রবল বৃষ্টি…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *