চলতি বছরের জুন মাসে অভিযোগ দায়ের হয়। সেই ঘটনার তদন্ত নামে বিধাননগর পুলিশ কমিশনারেট। তদন্ত চালিয়ে পুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতার করে। অভিযুক্তরা শুধু এ রাজ্যে নয়, ভিন রাজ্যে ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণা করেছে বলে অভিযোগ। এই চক্রে আর কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ।
তদন্তকারীরা জানিয়েছে এই সংক্রান্ত অভিযান হয়েছিল ডানকুনির একটি গোডাউনে। সেখান থেকে সরকারি লোগো দেওয়া ব্যাগ, জামা, মোজা প্রভৃতি পাওয়া গিয়েছে। বিধাননগর কমিশনারেটের যুগ্ম কমিশনার বি. বরুণ চন্দ্র শেখর মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে জানান, এই চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত আছে কিনা, সে ব্যাপারে তদন্ত করে দেখা হচ্ছে।
বিধাননগর কমিশনারেটের এক আধিকারিক জানান, সরকারি এই প্রকল্পে জামা, ব্যাগ তৈরি করানো হয় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দিয়ে। এই প্রকল্পের কাজের জন্য কোনও তৃতীয় পক্ষকে কাজের টেন্ডার দেওয়া হয় না। বেশ কোম্পানিকে ভুয়ো টেন্ডার, কাগজপত্র দিয়ে এই কাজ করিয়ে নিতো ওই প্রতারণা সংস্থা। একাধিক জায়গা থেকে বিষয়টি নিয়ে অভিযোগ জমা পড়ছিল পুলিশের কাছে। এরপরেই এই প্রতারণা চক্রটির নাগাল পায় পুলিশ। দিল্লি, আসাম, হরিয়ানা সহ একাধিক রাজ্যের ফার্মের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত আছে কিনা, সে ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।