ED Raid : রেশন দুর্নীতি তদন্তে ফের তৎপর ইডি, একাধিক জায়গায় চলছে তল্লাশি – ed raid at various places including tmc leader house for ration scam


রেশন বন্টন দুর্নীতি মামলায় ফের তৎপর ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মঙ্গলবার সাত সকালে ED হানা জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বলে দাবি ব্যবসায়ীর বাড়িতে। জানা গিয়েছে, প্রায় ৪০ জনের একটি টিম তল্লাশি শুরু করেছে উত্তর ২৪ পরগনার বিভিন্ন জায়গায়। সিআরপিএফ ও বিএসএফকে সঙ্গে নিয়ে তল্লাশি চালানো হচ্ছে।ED সূত্রে খবর, জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বলে দাবি ব্যবসায়ী বারিক বিশ্বাসের রাজারহাটের বাড়ি সহ বারাসাত, বসিরহাটের একাধিক ঠিকানায় চলছে তল্লাশি অভিযান।। সকাল থেকে ED-র আধিকারিকরা মোট ১০টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছেন।। এর আগে সোনা পাচার, গোরু পাচার সহ কয়লা পাচার মামলাতেও নাম জড়িয়ে ছিল বারিক বিশ্বাসের। এমনকী, ২০১৪ সালে সোনা পাচার মামলায় বারিক বিশ্বাস গ্রেফতারও হয়।

এবার রেশন বন্টন দুর্নীতিতেও নাম জড়াল বারিক বিশ্বাসের।। ED-র আধিকারিকরা মনে করছেন রেশন বন্টন দুর্নীতির বিপুল পরিমাণে টাকা সোনা এবং ইঁট ভাটার ব্যবসায় বিনিয়োগ করেছিল বারিক বিশ্বাস। সেই সূত্র ধরে তল্লাশি চালানো হচ্ছে। বারিক বিশ্বাসের বাড়ির পাশেই রয়েছে একটি রাইস মিল। সেখানেও পৌঁছে যান ED আধিকারিকরা।

অন্যদিকে, রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমানের আত্মীয় দেগঙ্গার তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আনিসুর রহমানের দাদা মুকুল রহমানের বাড়িতে ED হানা দেয় এদিন। দেগঙ্গার বেড়াচাঁপা পাড়ায় ভোর থেকেই মুকুল রহমানের বাড়ি ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী। বেড়াচাঁপার ওই বাড়িতে থাকেন মুকুল রহমান ও তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আনিসুর রহমান। মুকুল রহমানের পিজি রাইস মিলে তল্লাশি চালাচ্ছে ED আধিকারিকরা।

Ration Scam : ‘অ্যাডজাস্টমেন্ট’ দেখিয়ে ম্যানেজ গ্রাহকদেরও!
এদিকে,দক্ষিণ ২৪ পরগনার পিজি অ্যাগ্রো ফুড প্রোডাক্টস প্রাইভেট লিমিটেডে হানা দেয় ইডি। ভাঙড়ে দু’টি রাইস মিলে তল্লাশি চালানো হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দু’টি রাইস মিলের বর্তমান মালিক আলিফ নূর রহমান মুকুল এবং তৃণমূল নেতা আনিসুর রহমান। প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলায় এর আগে গ্রেফতার হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুর রহমান। সেই সূত্র ধরেই উঠে এসেছে বারিক বিশ্বাস, আনিসুর রহমানদের নাম বলেই মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *