দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ মঙ্গলবার রাজ্যের সব জেলায় থাকছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস থাকছে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, হুগলি, বাঁকুড়া ও পূর্ব বর্ধমানে। আগামীকাল বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুর জেলায়। এরপর বৃহস্পতি ও শুক্রবারও রাজ্যের সব জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তারমধ্যেও প্রবল বৃষ্টির সতর্কবার্তা থাকছে পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি এবং দুই ২৪ পরগনা জেলায়। শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর রবিবাও সমস্ত জেলায় বৃষ্টির পূর্বাভাস থাকলেও, সেদিন বেশকিছুটা পরিমাণ কমতে পারে।
কলকাতায় কেমন আবহাওয়া?
এদিকে এদিন শহর কলকাতাতে আকাশ মূলত মেঘলাই থাকবে। সঙ্গে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। এদির শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.২ ডিগ্রি বেশি। পাশাপাশি দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরের ওয়েদার রিপোর্ট
এদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কালিম্পং এবং আলিপুরদুয়ারে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও মালদায়। বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের সব জেলায়। এরপর বৃহস্পতি ও শুক্রবার রাজ্যের সব জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, যা বজায় থাকবে শনিবার পর্যন্ত। তবে রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে বলেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।