Train Accident : হাওড়া-মুম্বই মেল দুর্ঘটনার জেরে একগুচ্ছ ট্রেন বাতিল, রুটেও বদল! দেখুন তালিকা – train cancelled or diverted due to howrah mumbai mail accident see the list


দেশে ফের বড়সড় রেল দুর্ঘটনা। মঙ্গলবার ভোররাতে ঝাড়খণ্ডের চক্রধরপুর ডিভিশনে রাজখরসাওয়ান এবং বরাবাম্বুরের মধ্যবর্তী এলাকায় ১২৮১০ হাওড়া-ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস এক্সপ্রেস লাইনচ্যুত হয়। খেলনা গাড়ির মতো রেললাইনে ছিটকে পড়ে ট্রেনটির ১৮টি বগি। একটি মালগাড়ির সঙ্গে ধাক্কার জেরেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে দক্ষিণ পূর্ব রেল। এই রেল দুর্ঘটনায় এখনও পর্যন্ত দু’জন যাত্রীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত বহু।দুর্ঘটনার জেরে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। পরিবর্তন এবং সংক্ষিপ্ত করা হয়েছে একাধিক ট্রেনের যাত্রাপথও। এক্সপ্রেস বা মেমু বা মেমু এক্সপ্রেস বাতিল করে দেওয়া হয়েছে বলেও জানিয়েছে দক্ষিণ পূর্ব রেল।

কোন কোন ট্রেন বাতিল?

  • ০৮০১৫ খড়্গপুর-ঝাড়গ্রাম মেমু স্পেশাল।
  • ১৮০১৯ ঝাড়গ্রাম-ধানবাদ মেমু এক্সপ্রেস।
  • ১২০২১/১২০২২ হাওড়া-বারবিল-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস।
  • ১৩৫১২/১৩৫১১ আসানসোল-টাটা-আসানসোল এক্সপ্রেস।
  • ২২৮৬১ হাওড়া–কান্তাবানজি এক্সপ্রেস
  • ০৮০১৫/১৮০১৯ খড়গপুর – ধানবাদ এক্সপ্রেস
  • ১২০২১/১২০২২ বারবিল – হাওড়া এক্সপ্রেস
  • ১৩৫১২/১৩৫১১ আসানসোল – টাটা – আসানসোল এক্সপ্রেস

কোন কোন ট্রেনের রুট বদল হয়েছে?

১২২৬২ হাওড়া-ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস দুরন্ত এক্সপ্রেস (মঙ্গলবার হাওড়া থেকে ছাড়ার পর খড়গপুর-ভদ্রকের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে)
১২১৩০ হাওড়া- পুনে এক্সপ্রেস
১৮০০৫ হাওড়া- জব্বলপুর এক্সপ্রেস
১২৮৩৪ হাওড়া- আমেদাবাদ এক্সপ্রেস
১৮৪৭৭ পুরী-হৃষিকেশ এক্সপ্রেস
১৮০২৯ লোকমান্য তিলক কুরলা- শালিমার এক্সপ্রেস
১২৮৫৯ ছত্রপতি শিবাজী-হাওড়া এক্সপ্রেস
১২৮৩৩ আমেদাবাদ- হাওড়া এক্সপ্রেস
১৩২৮৮ আরা-দুর্গ সাউথ বিহার এক্সপ্রেস (আসানসোল- জয়চণ্ডী পাহাড়- বোকারো- রাউরকেল্লা হয়ে ঘুরে যাবে ট্রেনটি)

দুমড়ানো-মুচড়ানো ইঞ্জিন-ঘাড়ের উপর বগি, প্রকাশ্যে ট্রেন দুর্ঘটনার ভিডিয়ো

রেল সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার কবলে পড়া হাওড়া-মুম্বই মেলের ৮০ শতাংশ যাত্রীকে বাসে করে চক্রধরপুর স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। বাকি ২০ শতাংশ যাত্রীকে স্পেশাল ট্রেনে গন্তব্যে পৌঁছনো হচ্ছে। চক্রধরপুর স্টেশন থেকে সকাল সাড়ে ১০টা নাগাদ স্পেশাল ট্রেনটি রওনা দিয়েছে।

দুর্ঘটনাস্থলের একাধিক ভিডিয়ো প্রাকশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে দুমড়ে মুচড়ে যাওয়া দুর্ঘটনাগ্রস্ত রেলটির ইঞ্জিন। রেললাইনের উপর পড়ে থাকা উল্টানো বগিগুলো। ভিডিয়ো দেখে শিউরে উঠেছেন সকলে। ১২৮১০ হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস কী কারণে দুর্ঘটনার কবলে পড়ল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *