পুলিস সূত্রে খবর, মৃতের নাম মহাদেব হাজরা। বাড়ি, বোলপুরের কালিমোহনপল্লিতে। বিশ্বভারতীর সঙ্গীতভবনের তবলা বিভাগের ছাত্র ছিলেন মহাদেব। স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করছিলেন তিনি। মঙ্গলবার পাড়াতেই এক ব্য়ক্তির মৃত্যু হয়। তাঁকে দাহ করতেই কঙ্কালীতলায় শশ্মানে যান বিশ্বভারতীর পড়ুয়া। সঙ্গে ছিলেন বন্ধুরাও।
Updated By: Jul 31, 2024, 10:02 PM IST