ফুল আর বেলুনে সাজানো গাড়িতে চেপেই মেয়ে কোলে বাড়ি এলেন রোজিনা খাতুন। বাড়ির খুদে সদস্যকে পেয়েই এখন আনন্দে আত্মহারা গোটা পরিবার। আগেও এমন ছবি ধরা পড়েছে রাজ্য়ের একাধিক জায়গায়। এবার নন্দকুমারে ধরা পড়ল এমনই এক ছবি। তমলুকের একটি বেসরকারি নার্সিংহোমে কন্যা সন্তানের জন্ম দেন রোজিনা খাতুন। বুধবার বেলুন দিয়ে সাজানো গাড়িতে কন্যাকে নিয়ে বাড়ি আসনে তিনি। এরপরেই প্রতিবেশীদের মিষ্টিও বিতরণ করেন তাঁরা। মেয়ে হল ঘরের লক্ষ্মী, তবুও অবহেলিত হতে হয় তাদের। সময়ের সঙ্গে সেই ছবিতে কিছুটা বদল এলেও পুরোপুরি সেই ছবি বদলায়নি। কন্যা সন্তান যে বোঝা নয়, সেটাই আরও একবার সমাজকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল।