North Bengal Rail Accident : রাঙাপানিতে লাইনচ্যুত মালগাড়ি – goods train few coaches derailed at rangapani siliguri


চক্রধরপুরের বরাবাম্বু এলাকায় ট্রেন দুর্ঘটনার রেশ কাটার আগেই আবার বেলাইন হল মালগাড়ি। কাঞ্চনজঙ্ঘার স্মৃতি উস্কে বুধবার ফাঁসিদেওয়ার রাঙাপানি এলাকায় ঘটে দুর্ঘটনা। জানা গিয়েছে, সকাল ১১ টা নাগাদ এনজেপির দিকে আসছিল ওই মালগাড়িটি। লাইনে কোনও সমস্যার জন্য তেলের ট্যাঙ্কার বোঝাই মালগাড়ি। লাইনচ্যুত হয় বলে প্রাথমিক অনুমান। ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিকরা। আপাতত এই দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই। ওই লাইনে ট্রেন পরিষেবা বন্ধ রয়েছে।উল্লেখ্য, গত ১৭ জুন রাঙাপানিতে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারে একটি মালগাড়ি। সেই ঘটনায় মালগাড়ির চালকসহ অন্তত ১০জনের মৃত্যু হয়েছে। মাত্র দেড় মাসের ব্যবধানে সেই জায়গাতে ফের দুর্ঘটনা। মঙ্গলবার চক্রধরপুর এলাকায় মালগাড়ির ধাক্কায় লাইনচ্যুত হয় হাওড়া-মুম্বই এক্সপ্রেস। দু’জন যাত্রী মারা গিয়েছেন সেই ঘটনায়। জখম একাধিক। বারবার রেলপথে এরকম অঘটন নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

rail accident.

দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে বলেই জানা গিয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনা নিয়ে প্রশ্ন উঠেছে সব মহলে। অনেকের মতেই, রেলযাত্রা এখন আতঙ্কের যাত্রা হয়ে উঠেছে।

বিস্তারিত আসছে…



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *