আকবর বদলে হল সুরজ, সীতার নাম তনয়া! সাফারির সিংহ-যুগল এবার ‘চাপ’হীন…Lions name finally changed in Siliguris Bengal safari parks after VHP goes to Calcutta High Court


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সিংহ দম্পতির নামকরণ নিয়ে মামলা গড়িয়েছিল আদালতে। রাজ্য়কে নাম বদলের মৌখিক পরামর্শও দিয়েছিলেন বিচারপতি। অবশেষে সেই নাম বদলানো হল। সিংহের নাম রাখা হল সুরজ, আর সিংহীর তনয়া।

আরও পড়ুন:  Malbazar: বাঘের মুখ থেকে প্রতিবেশীকে বাঁচাতে ছুটে এসেছিলেন! মারা গেলেন সেই যুবক…

ঘটনার সূত্রপাত চলতি বছরের ফেব্রুয়ারি মাসে। ১২ তারিখ ত্রিপুরার বিশালগড়ের সিপাহিজলা চিড়িয়াখানা একটি সিংহ আর একটি সিংহীকে আনা হয় শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কে। এরই সঙ্গে এসেছে একজোড়া লেপার্ড ক্যাট ও চশমাবাঁদর বা ম্যাজেস্টিক লাঙ্গুরও। তবে বাকি পশুদের নিয়ে কোনও বিতর্ক দানা বাঁধেনি। যত কাণ্ড পশুরাজকে নিয়েই। কেন? সিংহের নাম রাখা হয়েছিল আকবর। সিংহীর নাম দেওয়া হয়েছিল  সীতা।

সিংহীর সীতা নামে তীব্র আপত্তি জানিয়েছিল বিশ্ব হিন্দু পরিষদ। রাজ্যের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা দায়ের করেছিল তারা। সেই মামলার শুনানি হয় বিচারপতি সৌগত ভট্টাচার্যে এজলাসে। রাজ্যের কাছে বিচারপতি জানতে চান, ‘দেবদেবীর নামে কি আদৌ পশু পাখির নামকরণ সম্ভব’? বলেন, ‘সীতাকে সকলেই পুজো করেন। আকবর এক মহান সম্রাট। রাজ্যের উচিত ছিল এই ধরনের নামের বিরোধিতা করা’।  সঙ্গে নামবদলের মৌখিক পরামর্শও।

আদালতে রাজ্য়ের অ্যাডভোকেট জেনারেল বলেন,  ‘ত্রিপুরাতেই ওই সিংহ এবং সিংহীর এই নাম রাখা হয়েছিল। রাজ্য নাম পরিবর্তন করার কথা বিবেচনা করে দেখছে’। স্রেফ সীতাই নয়, আকবর নামটি বাতিল করে দিল রাজ্য়। রাজ্যের  অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল জয়দীপ চৌধুরী জানিয়েছেন, নামকরণ নিয়ে মামলা হয়েছিল। এরপরেই সিংহ এবং সিংহীর নাম বদল করে দেয় রাজ্য সরকার।

আরও পড়ুন:  Bengal Weather Update: অগস্ট-সেপ্টেম্বর জুড়ে মহাপ্লাবনের মতো বৃষ্টি! রহস্য বাঁকুড়া-ক্যানিং-বঙ্গোপসাগরে…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *