পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য প্রাক-নিয়োগ প্রশিক্ষণ, কারা-কী ভাবে আবেদন করবেন জানুন – west bengal government will give pre training to the minority students for police recruitment


রাজ্যের সংখ্যালঘু যুবক- যুবতীদের জন্য সুবর্ণ সুযোগ! পুলিশ কনস্টেবল পরীক্ষায় প্রাক নিয়োগ প্রশিক্ষণ দেওয়ার জন্য উদ্যোগী পশ্চিমবঙ্গ সরকার। বৌদ্ধ, খ্রিষ্টান, জৈন, মুসলিম, পার্সি এবং শিখদের জন্য থাকবে এই সুযোগ। পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রাক নিয়োগ প্রশিক্ষণ নিলে চলতি বছর কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদে আবেদনকারীরা প্রাধান্য পাবেন।

কারা এই প্রশিক্ষণের জন্য জানাতে পারবেন আবেদন?

পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যের সংখ্যালঘুরা প্রশিক্ষণটির জন্য যোগ্য বলে বিবেচিত হবে। আবেদনকারীর বয়স হতে হবে ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে। মাধ্যমিক বা তার সমতুল্য শিক্ষাগত যোগ্যতা হতে হবে। পুরুষদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৬৭ সেন্টিমিটার ও মহিলাদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৬০ সেন্টিমিটার। গোর্খা বা গাড়োয়ালি আবেদনকারীর মধ্যে পুরুষদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৬০ সেন্টিমিটার ও মহিলাদের ক্ষেত্রে ১৫২ সেন্টিমিটার। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

কত দিন ধরে চলবে এই কোচিং?

এই প্রশিক্ষণের সময়কাল তিন মাস। সপ্তাহে দুই থেকে তিন দিন দেওয়া হবে প্রশিক্ষণ। আর তার ব্যয় বহন করবে পশ্চিমবঙ্গ সরকার।

আবেদন জমা দেওয়ার শেষ তারিখ কবে?

এই প্রশিক্ষণ নেওয়ার জন্য আবেদন জানানোর শেষ তারিখ ৪ অগাস্ট। আরও তথ্যের জন্য ফোন করা যেতে পারে ১৮০০-১২০-২১৩০ নম্বরে। একইসঙ্গে wbmdfc.org -তে আরও তথ্য পাওয়া যাবে।

কী ভাবে অনলাইনে আবেদন করা যাবে?

এই যাবতীয় যোগ্যতা থাকলে আবেদনকারী অনলাইনে প্রশিক্ষণের জন্য আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে www.wbmdfc.org-তে জানাতে পারবেন আবেদন।
যাঁরা এই প্রশিক্ষণে অংশ নেবেন তাঁরা এই বছর কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদে নিয়োগের ক্ষেত্রে প্রাধান্য পাবেন। রাজ্য সরকারের এই উদ্যোগ সংখ্যালঘুদের জন্য অত্যন্ত ফলপ্রসূ হবে বলেই মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *