Aishwarya Rai Bachchan : মেয়েকে নিয়ে হাসি মুখে মুম্বই ফিরলেন ঐশ্বর্য – aishwarya rai bachchan returns mumbai from new york with daughter aaradhya bachchan spotted at airport watch video


ঐশ্বর্য রায় বচ্চন এবং অভিষেক বচ্চনকে নিয়ে এই মুহূর্তে বলিপাড়ায় হাজারটা কথা ঘুরছে। তাঁদের সংসার ভেঙেছে, পাশাপাশি মন ভেঙেছে রাই সুন্দরীর এবং মেয়েকে নিয়ে আলাদা থাকছেন সহ আরও নানান কথা কণ পাতলেই শোনা যাচ্ছে (Aaradhya Rai Bachchan)। ফলে ম্যাঙ্গো পিপলের মধ্যেও তাঁকে নিয়ে আগ্রহ বাড়ছে ক্রমশ। বৃহস্পতিবার ভোরে মেয়ে আরাধ্যাকে নিয়ে মুম্বই ফিরলেন ঐশ্বর্য। এদিন বেশ ফুরফুরে মুডেই পাওয়া গেল সুপারস্টারকে। আবার ফ্যানদের সেলফির আবদারও মেটালেন। ফ্যানদের অবশ্য আন্তরিক প্রার্থনা, ঐশ্বর্য-অভিষেকের সুখের সংসার আবার জোড়া লাগুক। আসুন দেখে নিন এই ভিডিয়ো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *