দিদি নম্বর ১ থেকে দিদিমণি হলেন হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার পান্ডুয়ার খন্যান প্রথমিক স্কুল পরিদর্শন করেন তিনি। হঠাৎ ক্লাস ফাইভের ঘরে ঢুকে দেখেন বাংলা পড়াচ্ছেন মাস্টারমশাই, তারপর নিজের হাতে বই তুলে নেন দিদি নম্বর ওয়ান (Hooghly TMC MP)। দিদিমনির মত বানান জিজ্ঞাসা করতে থাকেন এবং পড়ুয়ারা ঠিক মত উত্তর দেয়। পরে স্কুল ঘু্রে দেখার পর তিনি বলেন, কয়েকটা ঘরের ছাদের চাঙর ভাঙছে সেগুলো সারাতে হবে (Rachna Banerjee News)। অতিরক্ত ঘরেরও প্রয়োজন আছে বলে জানান তিনি। মিড মিল যে ঘরে হয় সেটা অন্য জায়গায় ব্যবস্থা হলে ভালো বলে জানান তিনি স্কুল পরিদর্শনের পরে। ঠিক কী কী বললেন তিনি? আসুন দেখে নিন এই ভিডিয়ো।