Vande Bharat Viral Video: মুখোমুখি বন্দে ভারত ও লোকাল ট্রেন! ভাইরাল ভিডিয়ো নিয়ে জবাব রেলের – vande bharat express and local train came on the same rail track in hooghly railways comments about the trending video


একের পর এক ট্রেন দুর্ঘটনার খবরে এই মুহূর্তে আতঙ্কিত রেল যাত্রীরা। তারই মাঝে ২৪ ঘণ্টা আগে দেড় মাস আগের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার স্মৃতি উসকে দিল বেলাইন হওয়া মালগাড়ির ঘটনা। তারও ২৪ ঘণ্টা আগে অর্থাৎ মঙ্গলবার জামশেদপুর থেকে ৮০ কিলোমিটার দূরে লাইনচ্যুত হয়েছে হাওড়া-মুম্বই সিএসএমটি মেল। পর পর এই দুর্ঘটনার মাঝে একটি ভিডিয়ো উদ্বেগ বাড়াল যাত্রীদের। ভাইরাল ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, হাওড়া বর্ধমান কর্ড শাখায় শিবাইন্ডী স্টেশনে একই লাইনে লোকাল ও বন্দে ভারত মুখোমুখি দাঁড়িয়ে। কিন্তু ভিডিয়োতেই দেখা যাচ্ছে, একই লাইনে থাকা লোকালের থেকে কয়েক ফুট দূরত্বে দাঁড়িয়ে যাচ্ছে বন্দে ভারত। জানা গিয়েছে, এই ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার। সকালে এনজিপিমুখী বন্দে ভারত হাওড়া ছেড়ে যাওয়ার পরই ঘটে এই ঘটনা। শিবাইচন্ডী স্টেশনে ঢোকার হোম সিগন্যালে ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। একই লাইনে চেরাগ্রামে ঢোকার আগে একটি লোকাল ট্রেনও ওই সময় হোম সিগন্যালে দাঁড়িয়ে ছিল। ফলে দুটি ট্রেনই সেসময় এক লাইনে মুখোমুখি ছিল। বন্দে ভারত ট্রেনটিকে শিবাইচন্ডী স্টেশনে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দেওয়া হয়। পরে লোকাল ছেড়ে যাওয়ার পর বন্দে ভারত গন্তব্যে রওনা দেয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো। এই নিয়ে রেলের তরফ থেকে কী জানানো হয়েছে? আসুন দেখে নিন এই ভিডিয়ো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *