বাঙালির শ্রেষ্ট উত্সব দুর্গাপূজা আসতে আড়াই মাসও বাকি নেই । ইতিমধ্যেই শুরু হয়েছে গিয়েছে পুজোর দিন গোনা। আর সেই সঙ্গেই শুরু হয়েছে রাজ্য জুড়ে সর্বত্র পুজোর প্রস্তুতিও। উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর সুহৃদ সংঘ ক্লাবের এবারের থিম কোমল গান্ধার। ৭৫ বছরে পদার্পণ করছে এবার এই পুজো। গত বছর নিউ টাউন সার্বজনীন দুর্গাপুজো কমিটির এই থিম সাড়া ফেলে দিয়েছিল শহর তিলোত্তমায়। প্রায় লক্ষাধিক দর্শনার্থীরা লাইন দিয়ে দেখেছিলেন সেই মণ্ডপ। ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে গোটা প্যান্ডেলের ভিউ কার্যত মন কেড়েছিল সকলের। এই পুজো একাধিক জায়গা থেকে পেয়েছিল সেরার সেরা তকমা। রাজস্থানের শিশমহলের পাশাপাশি হিমাচল প্রদেশের কাংড়া চিত্রশিল্পকেই এই পুজোর থিম হিসাবে ফুটিয়ে তোলা হয়েছিল। কী চমক থাকছে সেখানে এবারের পুজোয়? বিস্তারিত জানুন ভিডিয়োতে।