Firhad Hakim: দুঃখপ্রকাশ ফিরহাদের, বয়কট থেকে সরে এলেন শুভেন্দুরা – suvendu adhikari and bjp legislature party withdraws boycott of kmc mayor firhad hakim


এই সময়: ফিরহাদ হাকিমকে বয়কটের অবস্থান অবশেষে থেকে সরে এল শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি পরিষদীয় দল। বৃহস্পতিবার বিধানসভায় ফিরহাদ বিবৃতি দিয়ে জানান, তিনি কাউকে আঘাত করতে চাননি। ভবিষ্যতেও কাউকে আঘাত করবেন না। গত ৩ জুলাই একটি ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে তিনি যে মন্তব্য করেছিলেন, তার অপব্যাখ্যা করা হয়েছে বলেও দাবি করেছেন রাজ্যের পুরমন্ত্রী।ফিরহাদের এই মনোভাব শুনে শুভেন্দুর নেতৃত্বাধীন বিজেপির পরিষদীয় দল পুরমন্ত্রীকে লাগাতার বয়কটের রাস্তা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে। ফিরহাদের বিতর্কিত মন্তব্যকে হাতিয়ার করে বিধানসভার চলতি অধিবেশনের শুরু থেকেই তাঁকে বয়কট করার সিদ্ধান্ত নেয় বিজেপি। এ দিন বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে ফিরহাদ বিজেপির এক বিধায়কের প্রশ্ন উত্তর দিতে গেলেই গেরুয়া শিবির অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যেতে শুরু করে।

এই পরিস্থিতিতে ফিরহাদ বলেন, ‘যখনই আমি উত্তর দিতে যাচ্ছি, তখন প্রশ্নকর্তা সদস্য বেরিয়ে চলে যাচ্ছেন। আমার কোনও উক্তির যদি অপব্যাখ্যা হয়ে থাকে, আমার কী করার আছে? শঙ্কর ঘোষ-সহ যাঁরা রয়েছেন, তাঁরা বুকে হাত দিয়ে বলুন তো আমাকে ধর্মনিরপেক্ষ ভাবেন কি না?’

পুরমন্ত্রীর এই বক্তব্য শুনে শুভেন্দু বলেন, ‘যে অনুষ্ঠানে আপনি গিয়েছিলেন, সেখানে আপনাকে মন্ত্রী ও মহানাগরিক হিসেবে ডাকা হয়েছিল। আপনি যে ধর্মে বিশ্বাস করেন, সেই ধর্মের প্রশংসা করা স্বাভাবিক। আমরাও ধর্মীয় অনুষ্ঠানে গেলে তা-ই করি। এটা নিয়ে কোনও আপত্তি নেই। কিন্তু আপনি যে ধর্মে বিশ্বাস করেন, সবাইকে সেই ধর্মে আহ্বান করেছেন। আমরা বিশ্বাস করি, এটা সঠিক নয়।’

ফিরহাদের বক্তব্যের কোন অংশ নিয়ে তাঁদের আপত্তি, তা চিহ্নিত করে দেওয়ার পাশাপাশি শুভেন্দু এ-ও বলেন যে মন্ত্রীকে ক্ষমা চাইতে হবে না। তিনি দুঃখপ্রকাশ করলেই চ্যাপ্টার ক্লোজ়ড হয়ে যাবে।

Firhad Hakim: বিতর্কিত মন্তব্য নিয়ে অবস্থান ব্যাখ্যা ফিরহাদের
শুভেন্দুর এই বক্তব্য শুনে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় পুরমন্ত্রীকে বিবৃতি দিতে বলেন। ফিরহাদ বলেন, ‘সজ্ঞানে অথবা অজ্ঞানে কোনও ধর্মকে আঘাত করায় আমি বিশ্বাসী নই। আমি ইসলাম ধর্মে বিশ্বাসী হয়েও দুর্গাপুজোর আয়োজন করি। উনি-ও (শুভেন্দু) ওখানে গিয়েছেন। কাউকে আঘাত করার কোনও উদ্দেশ্য আমার ছিল না। সারা জীবন থাকবেও না।’

শুভেন্দুর নেতৃত্বে বিজেপি বয়কটের রাস্তা থেকে সরে যাওয়ায় স্বস্তি পেয়েছেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। অধিবেশনের পর নিজের কক্ষে তিনি বলেন, ‘সিপিএমের সঙ্গে আমাদের অনেক লড়াই হয়েছে। কিন্তু বিধানসভায় এই (বয়কটের) পরিবেশ কখনও তৈরি হয়নি। এটা খুব বিপজ্জনক প্রবণতা। আমি খুশি, অধ্যক্ষ স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে এনেছেন। বিরোধীপক্ষ সরকারের সমালোচনা করবে, এটাই স্বাভাবিক। কিন্তু মুখ দেখাদেখি থাকবে না, এটা চলতে পারে না। কারণ ব্যক্তি জীবনে আমরা কেউ কারও শত্রু নই।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *