Howrah To Bardhaman Train : হাওড়া-বর্ধমান শাখায় রেল লাইনের পাশে ধস, ধীর গতিতে চলছে ট্রেন – howrah to bardhaman route train service go slow near chandannagar for landslide beside track


হাওড়া-বর্ধমান মেন লাইনে ধস। মেন লাইনের চুঁচুড়া ও চন্দননগরের মধ্যে দেবীপুর এলাকায় তিন নম্বর লাইনের পাশে ভূমি ধস। একটানা বৃষ্টির জেরেই এই ধস বলে প্রাথমিক অনুমান। ধস নামার কারণে ওই এলাকা দিয়ে ট্রেন খুব ধীর গতিতে চালানো হচ্ছে।স্থানীয়রা জানান, মাটির ধসে রেল লাইনের পাশে পরে থাকা স্লিপার নীচে গড়িয়ে যায়। লাইনের পাশে রয়েছে পুকুর। অতি ভারী বৃষ্টি হলে ক্ষতি হতে পারে রেল লাইনের বলে আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের। গতকাল রাতে বিষয়টি নজরে আসতেই রেল কর্মীরা ঘটনাস্থলে যায়। চুঁচুড়া স্টেশন ঢোকার আগে হোম সিগন্যালের কাছে দূন এক্সপ্রেস দাঁড় করিয়ে দেওয়া হয়। রেল কর্মীরা ফিট সার্টিফিকেট দেওয়ার পর ট্রেন ছেড়ে যায়।

বিষয়টি নিয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, রেল লাইন থেকে ১০ মিটার দূরে ধস নেমেছে। লাইনে কোনও সমস্যা নেই। বৃষ্টির কারণেই এটা হয়েছে। আমার ট্রেনগুলো ওখান থেকে খুব ধীর গতিতে নিয়ে যাচ্ছি। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত ৯.৪৫ থেকে ১০.১৭ পর্যন্ত দাঁড়িয়ে ছিল ট্রেনটি। ওই সময় থার্ড লাইন দিয়ে কোনও ট্রেন চলেনি। রিভার্স লাইন দিয়ে চালানো হয়। পরে আবার থার্ড লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। আজ সকালেও হুল এক্সপ্রেস কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে চন্দননগরে। বৃষ্টির মধ্যেই রেলের ইঞ্জিনিয়াররা এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। আপাতত আপ ট্রেন ওই এলাকা থেকে ধীর গতিতে চালানো হচ্ছে।

স্থানীয়দের দাবি, রেল লাইনের পাশে ১৫ থেকে ২০ ফুট এলাকা জুড়ে ধস নেমেছে। গত কয়েকদিন ধরে লাগাতার চলছে বৃষ্টি। ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের জোড়া ফলায় বিপর্যস্ত বিভিন্ন জেলা। টানা বৃষ্টি চলছে হুগলি জেলাতেও। প্রবল বৃষ্টির কারণেই রেল লাইনের অদূরেই ধস নেমেছে বলে মনে করা হচ্ছে।

বন্দে ভারত ও লোকাল ট্রেন একই লাইনে! ভাইরাল ভিডিয়ো নিয়ে মুখ খুলল রেল
উল্লেখ্য, গত কয়েক মাসে একাধিক ট্রেন দুর্ঘটনা ঘটেছে বিভিন্ন রাজ্যে। কয়েকদিন আগেই ঝাড়খন্ডে হাওড়া মুম্বাই মেল দুর্ঘটনার কবলে পড়ে। তার মধ্যেই ফের রেল পথের ধারে ধসের কারণে চিন্তিত যাত্রীরা। হাওড়া-বর্ধমান শাখায় নিয়মিত লোকাল এবং দূরপাল্লার ট্রেন যাতায়াত করে। যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখেই ওই জায়গায় দিয়ে সাবধানে রেল চলাচল করানো হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *