Kolkata Municipal Corporation: দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি, সবজির দাম থেকে জল জমা নিয়ে উদ্বেগ – kolkata municipal corporation comments on vegetable price hike and waterlogging issue during heavy rainfall watch video


ঘূর্ণাবর্তের সঙ্গে মৌসুমী অক্ষরেখার অবস্থান। এর জেরে দক্ষিণবঙ্গের ভাগ্যে অবশেষে জুটতে চলেছে ভারী বৃষ্টি। দক্ষিণের সাতটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। এর ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি অনেকটাই মিটবে বলে আশা বিশেষজ্ঞদের। এর সঙ্গে উন্নত হবে ফলন। ফলে দাম কমবে সবজি ও শস্যের বলে আশা। অতিবৃষ্টিতে জল জমার আশঙ্কাও মাথা চাড়া দিয়েছে। তবে এইবারের বর্ষায় জল জমবে না বলে আশ্বস্ত করলেন মেয়র পারিষদ তারক সিং। আসুন দেখে নিন এই ভিডিয়ো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *