নতুন তিন ফৌজদারি আইন পর্যালোচনা করার দাবি জানিয়ে বুধবার বিধানসভায় প্রস্তাব পেশ করেছে তৃণমূল। যদিও এই আইন যেহেতু কার্যকর হয়ে গিয়েছে, তাই এই প্রস্তাব এনে কোনও লাভ হবে না বলে এ দিন দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও মলয় বলেন, ‘এই সভার ক্ষমতা রয়েছে আইন সংশোধন করার। রাজ্য সরকার যে কমিটি গঠন করেছে, সেই কমিটি নিয়মিত আলোচনা করছে।’
এই প্রস্তাবের উপরে আলোচনায় চন্দ্রিমা ভট্টাচার্য, মলয় ঘটক, দেবাশিস কুমার-সহ সরকার পক্ষের বক্তারা একযোগে অভিযোগ করেছেন যে, এই আইন লাগু করার আগে রাজ্য সরকারের সঙ্গে যথেষ্ট আলোচনা করেনি কেন্দ্র। ল’কমিশনের মতামত নেওয়া হয়নি বলেও তাঁদের অভিযোগ।
পাল্টা শুভেন্দুর দাবি, ‘২০১৯-এর ৭ সেপ্টেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই আইনের খসড়া নিয়ে রাজ্যের মতামত জানতে চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দেন। পরবর্তী সময়ে রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে চিঠি দেওয়া হয়। ২০২৩-এর নভেম্বর মাসে মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্য কেন্দ্রকে জানান। তিনি মোট পাঁচটি সাজেশন দেন। তাঁর সাজেশন কেন্দ্র গ্রহণও করেছে।’
তৃণমূলের পরিষদীয় দলের অবশ্য বক্তব্য, সংসদে এই আইন পাশ হওয়ার পর মমতা আরও দু’টি চিঠি দিয়ে তাঁর অসন্তোষ কেন্দ্রকে জানিয়েছেন। সেই চিঠিগুলি মলয় এ দিন বিধানসভায় জমা দেন।