Moloy Ghatak: নয়া আইন সংশোধন করতে পারে রাজ্য, দাবি মলয়ের – west bengal law minister moloy ghatak claims state legislature has the power to amend 3 new criminal laws


এই সময়: কেন্দ্রীয় সরকার ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম লাগু করলেও ফৌজদারি অপরাধ বিষয়ক এই আইনগুলি সংশোধন করার ক্ষমতা রাজ্য বিধানসভার রয়েছে বলে দাবি করলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। যদিও পশ্চিমবঙ্গ সরকার দ্রুত কোনও সংশোধনী বিল পেশ করবে কি না, তার কোনও ইঙ্গিত বৃহস্পতিবার দেননি মলয়।ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মলয়কে মাথায় রেখে এই তিনটি কেন্দ্রীয় আইন খুঁটিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি নিয়মিত আলোচনায় বসছে বলেও এ দিন বিধানসভায় জানিয়েছেন মলয়।

নতুন তিন ফৌজদারি আইন পর্যালোচনা করার দাবি জানিয়ে বুধবার বিধানসভায় প্রস্তাব পেশ করেছে তৃণমূল। যদিও এই আইন যেহেতু কার্যকর হয়ে গিয়েছে, তাই এই প্রস্তাব এনে কোনও লাভ হবে না বলে এ দিন দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও মলয় বলেন, ‘এই সভার ক্ষমতা রয়েছে আইন সংশোধন করার। রাজ্য সরকার যে কমিটি গঠন করেছে, সেই কমিটি নিয়মিত আলোচনা করছে।’

নয়া ফৌজদারি আইন: মমতার প্রস্তাবের জবাব দেয়নি পিএমও
এই প্রস্তাবের উপরে আলোচনায় চন্দ্রিমা ভট্টাচার্য, মলয় ঘটক, দেবাশিস কুমার-সহ সরকার পক্ষের বক্তারা একযোগে অভিযোগ করেছেন যে, এই আইন লাগু করার আগে রাজ্য সরকারের সঙ্গে যথেষ্ট আলোচনা করেনি কেন্দ্র। ল’কমিশনের মতামত নেওয়া হয়নি বলেও তাঁদের অভিযোগ।

পাল্টা শুভেন্দুর দাবি, ‘২০১৯-এর ৭ সেপ্টেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই আইনের খসড়া নিয়ে রাজ্যের মতামত জানতে চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দেন। পরবর্তী সময়ে রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে চিঠি দেওয়া হয়। ২০২৩-এর নভেম্বর মাসে মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্য কেন্দ্রকে জানান। তিনি মোট পাঁচটি সাজেশন দেন। তাঁর সাজেশন কেন্দ্র গ্রহণও করেছে।’

তৃণমূলের পরিষদীয় দলের অবশ্য বক্তব্য, সংসদে এই আইন পাশ হওয়ার পর মমতা আরও দু’টি চিঠি দিয়ে তাঁর অসন্তোষ কেন্দ্রকে জানিয়েছেন। সেই চিঠিগুলি মলয় এ দিন বিধানসভায় জমা দেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *