Bankura Water Logging : বৃষ্টির থাবা সবজিতে, মাথায় হাত কৃষকদের – farmers are worried about huge loss after water logging situation due to heavy rainfall in bankura watch video


নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় চলছে বৃষ্টি, আর তাতেই জলমগ্ন বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতের নিত্যানন্দপুর, রাধামোহনপুর সহ বহু এলাকা। জলে ভেসে যাচ্ছে জমি, আর এতেই বড় চাষের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। এই পরিস্থিতিতে কৃষকদের কার্যত মাথায় হাত। এই মুহূর্তে বিঘার পর বিঘা ধান ও সবজি জলের তলায় চলে গিয়েছে মাথায় হাত কৃষকদের। সবজি চাষে ক্ষতির সম্মুখীন হলে তাদের আগামী দিনে সংসার কিভাবে চলবে তাই ভেবে রাতের ঘুম ছুটেছে তাদের। অন্যদিকে রাস্তার ওপর দিয়ে বিপদসীমার ওপর বইছে বৃষ্টির জল। কৃষকরা কী জানাচ্ছেন? আসুন দেখে নিন সেই ভিডিয়ো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *