বাংলা টেলিভিশনের এই মুহূর্তে অন্যতম জনপ্রিয় সিরিয়াল হল শুভ বিবাহ। এই সিরিয়ালের শুটিংয়ের ফাঁকে আমরা খানিক আড্ডা জমিয়েছিলাম সোনামনি সাহা ও হানি বাফনা। টেলিভিশনের পর্দায় আসা এই নতুন ধারাবাহিকের খুব অল্প সময়ের ভিতর দর্শকের মনে জায়গা করে নিয়েছে। ১৭ জুন থেকে প্রতিদিন রাত ন’টায় স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হচ্ছে এই ধারাবাহিকটি। লম্বা বিরতি কাটিয়ে শ্যুটিং ফ্লোরে ফিরেছেন ধারাবাহিকের দুই কেন্দ্রীয় চরিত্র সোনামণি সাহা ও হানি বাফনা। শুটিং থেকে সিরিয়ালের পরবর্তী টুইস্ট নিয়ে আড্ডা যমল দুই তারকা টলি অভিনেতার সাথে। আসুন দেখে নিন এই এক্সক্লুসিভ ভিডিয়ো।