Akhil Giri : মহিলা রেঞ্জারকে হুমকির ঘটনা নাকি এই নির্দেশের পিছনে অন্য কারণ? জবাব অখিলের – akhil giri addressing media after giving resignation from minister post for his controversial comment against lady forecast officer


মহিলা রেঞ্জারকে হুমকির ঘটনায় দলের অন্দরেই সমালোচনার ঝড় উঠেছিল রাজ্যের মন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে। রবিবার কিছুটা সুর নরম করে তিনি বলেছিলেন, যে মন্তব্য উত্তেজনার বশে করেছিলেন তাঁর জন্য তিনি অনুতপ্ত। এবারে দলীয় তরফে অখিল গিরির বিরুদ্ধে কড়া অবস্থান নিল তৃণমূল। দল থেকে তাঁকে ইস্তফার নির্দেশ দেওয়া হয়েছিল। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার কথা বলা হয়েছে। বনদপ্তরের ওই মহিলা কর্মীর কাছে নিঃশর্ত ক্ষমা চাইতেও তাঁকে বলা হয়েছে বলে সূত্রের খবর। রবিবার দুপুরে তাই প্রেস কনফারেন্স করে তিনি কারামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন। শুধুই মহিলা রেঞ্জারকে হুমকির ঘটনা নাকি এই নির্দেশের পিছনে অন্য কারণ রয়েছে, এই নিয়ে জিজ্ঞাসা করে হলেও অখিল গিরি স্পষ্ট জবাব দেন। কী বললেন তিনি? আসুন দেখে নিন এই ভিডিয়ো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *