বনদফতরের মহিলা কর্মীকে হুমকির ঘটনায় মন্ত্রিত্ব খোয়ালেন কারামন্ত্রী অখিল গিরি। দলের অন্দরেই উঠেছিল সমালোচনার ঝড়। এই ঘটনার পর রবিবার সুর নরম করেও রেহাই মেলেনি। দলের তরফে কড়া নির্দেশ আসতেই মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করলেন অখিল গিরি। তবে পদত্যাগ করলেও অনুতপ্ত নন বলেই জানান তৃণমূল নেতা অখিল গিরি। নিজের অভিযোগ ও অবস্থান থেকে সরতে নারাজ কারামন্ত্রী। রবিবার দুপুরে কাঁথিতে বসে একটি সাংবাদিক বৈঠকে তিনি স্পষ্ট করে দিলেন, তিনি বন দফতরের ওই মহিলা অফিসারের কাছে এখনও পর্যন্ত ক্ষমা চাননি ও ভবিষ্যতে চাইবেনও না। ক্ষমা চাওয়ার কথা জানতে চাওয়া হলে অখিল বলেন, ‘‘আমি কোনও সরকারি অধিকারিকের কাছে ক্ষমা চাই না। আমার রাজনৈতিক জীবনে কোনও আধিকারিকের কাছে ক্ষমা চাইনি। আর ক্ষমা চাওয়ার কোনও প্রশ্নই ওঠে না।’’বিস্তারিত জেনে নিন ভিডিয়োতে।