গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ চাতক পাখির মতো বৃষ্টির আশায় বসেছিল কয়েকদিন আগে পর্যন্ত। সেই বৃষ্টির ক্ষরা কাটিয়ে নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার যুগলবন্দিতে কয়েক দিন ধরে চলল টানা বৃষ্টি। যার জেরে বানভাসি বেশ কিছু অঞ্চল। এমন পরিস্থিতিতে দক্ষিণের বেশ কিছু জেলার মানুষরা চাইছেন বৃষ্টি এবারে কমুক। কেমন থাকবে আগামী সপ্তাহের আবহাওয়া আসুন জেনে নেওয়া যাক। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সৌরিশ বন্দ্যোপাধ্যায় কী জানালেন? আসুন দেখে নিন এই ভিডিয়ো।