Bakura Durga Puja 2024: বাঁকুড়ায় ‘কালাপানি!’ – bankura puabagan sarbojanin durgotsab committee this year durga puja theme is cellular jail watch video


বাঙালীর সব থেকে বড় উৎসব দুর্গা পুজো প্রায় এসেই গেছে। হাতে আর মাত্র দুই মাস সময়। তাই খুঁটি পূজোর মাধ্যে দিয়ে শুরু হয়ে গেল বাঁকুড়ার পুজোর প্রস্তুতি। স্বাধীনতার পূর্ববর্তী সিপাহি বিদ্রোহের সময় থেকেই চারপাশ সমুদ্রে ঘেরা আন্দামানে পাঠানো হত বন্দিদের। তারপর তাঁদের উপর চলত নির্মম অত্যাচার। আন্দামানই হয়ে উঠেছিল ব্রিটিশদের কালাপানি। আর এই আন্দামানের সেলুলার জেলই এবার উঠে আসতে চলেছে পুজোর মণ্ডপে। বাঁকুড়ার পুয়াবাগান সার্বজনীন দূর্গোৎসব কমিটির পুজো এবার ৩২ তম বর্ষে পদার্পণ করছে। তাদেরই এবারের থিম সেলুলার জেল। আসুন দেখে নিন এই ভিডিয়ো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *