অশান্ত ওপার বাংলা। ইস্তফা দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সেখানে অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা করেছেন সেনাপ্রধান। এই পরিস্থিতিতে সোমবার হাই অ্যালার্ট ইস্যু করেছে BSF।ভারত-বাংলাদেশ সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে। BSF-এর DG ইতিমধ্যেই কলকাতা পৌঁছে গিয়েছেন বলেও খবর। BSF-এর একজন শীর্ষ আধিকারিক জানিয়েছেন, শেখ হাসিনা ঢাকা ছাড়ার পরই অ্যালার্ট জারি করা হয়েছে সীমান্ত এলাকায়।
বাংলাদেশের সেনাপ্রধান আনুষ্ঠানিক ঘোষণা করে এ দিন বলেন, ‘প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। আপনারা শান্তি-শৃঙ্খলার পথে ফিরে আসুন।আমাদের দেশের অনেক ক্ষতি হচ্ছে। অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা। মানুষ মারা যাচ্ছেন। সংঘাতের মাধ্যমে আর নতুন কিছু আমরা পাব না। প্রতিটা হত্যার বিচার করা হবে। ভাঙচুর, মারামারি, সংঘর্ষ থেকে বিরত থাকুন। ধৈর্য হারাবেন না। আমি নিশ্চিত, আপনারা যদি আমাদের কথামতো চলেন, আমরা যদি একসঙ্গে কাজ করি, তা হলে আমরা একটা সুন্দর পরিণতির দিকে এগোতে পারব।’